যেভাবে রাতারাতি বদলে যায় দীপিকার জীবন
অভিষেকেই সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়েছেন খুব কম অভিনেত্রী। কিন্তু দীপিকা পাডুকোন সেই সৌভাগ্যবানদের একজন। পরিচালক ফারাহ খান ‘ওম শান্তি ওম’ ছবির জন্য নতুন মুখ খুঁজছিলেন। আর পেয়েও যান মডেল দীপিকাকে। ২০০৭ সালে এ ছবিটিই বদলে দেয় মডেল দীপিকার জীবন। পেয়ে যান বলিউডের টিকেট আর চলচ্চিত্রশিল্পও পায় প্রতিশ্রুতিশীল মেধাবীকে।
১১ বছর আগে বলিউডে অভিষেক হয় দীপিকার। এখন তিনি বিশ্বজুড়ে বিখ্যাত তারকা। বেশ কয়েকটি সেরা ছবি রয়েছে দীপিকার ঝুলিতে। হাতেও রয়েছে বেশ কয়েকটি। আর এ সাফল্যগাথা দীপিকা উৎসর্গ করেছেন তাঁর প্রথম ছবিকেই।
বলিউডে দীর্ঘ যাত্রা নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন দীপিকা। বলেছেন, ওম শান্তি ওম তাঁর জীবন চিরতরে বদলে দিয়েছে।
‘ওম শান্তি ওম আমাকে মানচিত্রে তোলে। এটা আমার জীবন রাতারাতি বদলে দেয়। যখন প্রিমিয়ারের জন্য আমি মুম্বাইয়ে যাই, মানুষ আমাকে অন্য রকমভাবে দেখেছে। যখন ইমিগ্রেশনের জন্য নামি, বুঝতে পারি আমার জীবন বদলে গেছে,’ বলেন দীপিকা।
সে সময় চলচ্চিত্রশিল্পের বাইরের একজন হিসেবে তাঁর কাজের ব্যাপারে জিজ্ঞেস করা হলে দীপিকা বলেন, ‘এটা ছিল সঠিক স্থানে সঠিক সময়, মেধা, কঠিন পরিশ্রম, নিবেদন ও উৎসর্গের যোগফল।’
দীপিকা বলেন, ভাগ্য ও সুযোগ দুটোই গুরুত্বপূর্ণ। ‘যখন মুম্বাইয়ে যাই, সৌভাগ্যবশত অনিল আনন্দকে পাই, যিনি আমাকে সাহস জুগিয়েছিলেন। দিকনির্দেশনা দিয়েছিলেন। অতুল কাসবেকার প্রথম ব্যক্তি, যিনি মুম্বাইয়ে যাওয়ার জন্য আমার মা-বাবার সঙ্গে কথা বলেছিলেন এবং ওই সময় আমার প্রতিনিধি হিসেবে এগিয়ে আসেন,’ বলেন দীপিকা।
‘পিকু’ অভিনেত্রী আরো বলেন, ‘ওই সময় ফারাহ ওম শান্তি ওম তৈরি করছিলেন, নতুন মুখ নিতে চেয়েছিলেন। তিনি প্রতিষ্ঠিত অভিনেত্রী নির্বাচন করতে পারতেন, কিন্তু কাজ করতে চেয়েছিলেন নবাগতর সঙ্গে। তিনি আমার বিজ্ঞাপন দেখেছিলেন এবং সিদ্ধান্ত নিয়েছিলেন, আমিই ওই চরিত্রের জন্য সঠিক মানুষটি। কে আমি, তা তিনি জানতেন না। তিনি কয়েকটি বিজ্ঞাপনে আমাকে নিখুঁতভাবে দেখেছিলেন, শাহরুখ খানের কাছে নিয়ে গিয়েছিলেন, যিনি ঝুঁকি নিতে চেয়েছেন।’
কিছুদিন আগে দীপিকা পাডুকোন প্রেমিক রণবীর সিংয়ের সঙ্গে বিয়ের তারিখ ঘোষণা দেন। আগামী ১৪ ও ১৫ নভেম্বর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এ যুগল। ইতালির লেক কোমোতে তাঁরা গাঁটছড়া বাঁধবেন। ইতালি থেকে ভারতে ফিরে বলিউডের বন্ধু ও সহকর্মীদের সৌজন্যে বিশাল আয়োজন হবে বলেই খবরে প্রকাশ। সূত্র : ইন্ডিয়া টুডে।