আজিজুল ও জিনাত হাকিমের মেয়ের বিয়ে
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/10/29/photo-1540808329.jpg)
তারকা দম্পতি আজিজুল হাকিম ও জিনাত হাকিমের মেয়ে নাযাহ হাকিমের বিয়ে। আগামী ১ নভেম্বরের প্রথম প্রহরে হাকিম দম্পতির মোহাম্মদপুরের বাড়িতে নাযাহর বিয়ে হবে বলে জানিয়েছেন জিনাত হাকিম।
নাযাহর হবু বরের নাম নাফিজ ফুয়াদ শুভ। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করেছেন তিনি। অন্যদিকে, ঢাকা কমার্স কলেজের বিবিএর শেষ বর্ষের ছাত্রী নাযাহ।
মেয়ের বিয়ের অনুষ্ঠান নিয়ে এখন খুব ব্যস্ত হাকিম দম্পতি। এনটিভি অনলাইনকে নিজের অনুভূতি প্রকাশ করে জিনাত হাকিম বলেন, ‘মেয়ের বিয়ে দিচ্ছি, ভীষণ খুশি লাগছে। নাযাহ ও শুভ দুজন দুজনকে অনেক পছন্দ করে। সবাই দোয়া করবেন তাঁরা যেন সুখী হয়। শুভর পরিবার এবং আমাদের মধ্যে আন্তরিক সম্পর্ক এরইমধ্যে তৈরি হয়েছে। আমি মনে করি, বিয়ের সুসম্পর্ক বর ও কনের মধ্যে থাকার পাশাপাশি দুটো পরিবারের মধ্যেও এই সুসম্পর্ক বজায় থাকা প্রয়োজন। এটা এ যুগে ভীষণ জরুরি।’
সম্প্রতি হাকিম দম্পতির মোহাম্মদপুরের আপন নিবাসে নাযাহ ও শুভর মেহেদি সন্ধ্যা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে দুই পরিবারের নিকট আত্মীয় উপস্থিত ছিলেন। এর আগে সেপ্টেম্বরে নাযাহ ও শুভর বাগদান হয়েছিল। ১ নভেম্বর তাঁদের কাবিন হবে। এরপর টানা তিনদিন ধরে গায়ে হলুদের অনুষ্ঠান হবে পুবাইলের একটি রিসোর্টে। আগামী ৪ নভেম্বর রাজধানীর অভিজাত একটি মিলনায়তনে বিয়ের অনুষ্ঠান হবে তাঁদের। এখানে দুই পরিবারের সদস্যরা ছাড়াও উপস্থিত থাকবেন মিডিয়ার বিভিন্ন অঙ্গনের তারকারা। ৭ নভেম্বর হবে নাযাহ ও শুভর বিবাহত্তোর সংবর্ধনার অনুষ্ঠান।