বাপ্পী-সাইমনকে নিয়ে অধরা কতটা সাড়া পেলেন?
নবাগত নায়িকা অধরা খানের দুটি ছবি এখন চলছে সারা দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে। গত শুক্রবার ২৬ অক্টোবর ‘মাতাল’ ও এর আগের শুক্রবার ১৯ অক্টোবর ‘নায়ক’ এই দুটি চলচ্চিত্র মুক্তি পায় নায়িকা অধরা খানের। শাহিন সুমন পরিচালিত মাতাল ছবিতে অধরার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন সাইমন সাদিক। ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত নায়ক ছবিতে তিনি অভিনয় করেছেন বাপ্পীর বিপরীতে।
১৯ অক্টোবর থেকেই দেশের বিভিন্ন সিনেমা হলে ঘুরছেন অধরা। দর্শকদের সঙ্গে সরাসরি কথা বলছেন। দর্শকদের কতটা সারা পাচ্ছেন অধরা? এনটিভি অনলাইনকে অধরা বলেন, ‘দর্শকদের অনেক সাড়া পেয়েছি। গত শুক্রবার প্রথমে গিয়েছিলাম জিনজিরার নিউগুলশান সিনেমা হলে। সেখানে গিয়ে দেখি সিনেমা হল দর্শকপূর্ণ। সিনেমা হলের মালিক ও সাধারণ দর্শকের সঙ্গে কথা হয়েছে। এরপর ইংলিশ রোডে অবস্থিত চিত্রামহল হলে গেলাম, সেখানেও উপচে পড়া ভিড়। হলের সবাই আমাকে সাধুবাদ জানিয়েছে, আমার সঙ্গে ছবি তুলেছে। বিষয়টি আমি অনেক বেশি এনজয় করেছি। এরপর গিয়েছিলাম টিকাটুলির অভিসার সিনেমা হলে। আমার মনে হয়েছে দর্শক এখনো আনন্দ নিয়ে ছবি দেখেন। তাদের উৎসাহ আমার কাছে অনুপ্রেরণার মতো।’
অধরা আরো বলেন, ‘অনেকেই ফেসবুকে ছবি মুক্তির পর প্রশংসা করেছেন। আমি সবাইকে বলব আপনারা সিনেমা হলে গিয়ে ছবি দেখুন। যখন আমরা শুনি সিনেমা হল দর্শকপূর্ণ তখন এমনিতেই উৎসাহ পাই। আমরা কাজ করছি সিনেমা হলের দর্শকদের জন্য। সিনেমা হল বাঁচাতে শুধু ভালো সিনেমা হলেই হবে না, সিনেমা হলে এসে ছবি দেখার আগ্রহ থাকতে হবে দর্শকদের। ছবি দুটো যাঁরা দেখেছেন তাঁরা প্রশংসা করেছেন। যদি কিছু ভালো না লাগে তবে সেটিও জানান। আমি একেবারেই নতুন একজন শিল্পী। আপনাদের কাছ থেকে আমি শিখতে চাই।’
শাহিন সুমন পরিচালিত ত্রিভুজ প্রেমের গল্পের মাতাল ছবির চিত্রনাট্য লিখেছেন ফেরদৌস হাসান রানা। ছবিতে সাইমন, অধরা ছাড়াও অভিনয় করেছেন শিপন, অরিন, সাদেক বাচ্চু, জয় রাজসহ অনেকে। একই পরিচালকের পাগলের মতো ভালোবাসি শিরোনামে আরেকটি ছবি শেষ করেছেন। ছবিটি এখন সম্পাদনার টেবিলে আছে।
ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত নায়ক ছবিতে বাপ্পী ও অধরা ছাড়াও অভিনয় করেছেন মৌসুমী, ওমর সানি, অমিত হাসান, রেবেকা, সুব্রত প্রমুখ। একই পরিচালকের ড্রিমগার্ল শিরোনামে আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।