ডিরেক্টরস গিল্ডের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
নাট্য পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের নবনির্বাচিত সভাপতি সালাউদ্দিন লাভলু ও সাধারণ সম্পাদক এস এ হক অলিক শপথবাক্য পাঠ করেছেন গতকাল সোমবার। আগামী দুই বছর নাট্য পরিচালকদের নেতৃত্ব দেবেন তাঁরা।
গতকাল সন্ধ্যায় বাংলাদেশ শিশু একাডেমিতে তাঁদের শপথবাক্য পাঠ করান নির্মাতা ও অভিনেতা আমজাদ হোসেন। এবারের ডিরেক্টরস গিল্ডের নির্বাচনের প্রধান কমিশনার ছিলেন তিনি। তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন সৈয়দ হাসান ইমাম, মামুনুর রশীদ, সুবর্ণা মুস্তাফা ও আফজাল হোসেন।
অনুষ্ঠানে ডিরেক্টরস গিল্ডের প্রতি শুভকামনা জানিয়েছেন তারানা হালিম। সভাপতি সালাউদ্দিন লাভলু বলেন, ‘কাজ করতে গিয়ে ডিরেক্টররা যাতে অসম্মানিত না হয়, সে বিষয়ে আমরা লক্ষ রাখব। নাটকের বাজেট বাড়ানোর চেষ্টা করব আমরা। শিল্পীদের কল্যাণ ট্রাস্ট যাতে বাস্তবায়ন হয়, সেই চেষ্টাও আমাদের অব্যাহত থাকবে। এ ছাড়া অনেক কাজের পরিকল্পনা আমাদের রয়েছে।’
সালাউদ্দিন লাভলু ও এস এ হক অলিক ছাড়াও অন্যান্য পদে নির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেছেন কাল। তাঁরা হলেন সহসভাপতি কচি খন্দকার, শহীদ রায়হান, বদরুল আনাম সৌদ, যুগ্ম সাধারণ সম্পাদক হৃদি হক, ফরিদুল হাসান, সাংগঠনিক সম্পাদক তুহিন হোসেন, অর্থ সম্পাদক সাজ্জাদ সনি, প্রচার সম্পাদক পিকলু চৌধুরী।
এ ছাড়া কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন গাজী রাকায়েত, শিহাব শাহীন, রাশেদ আক্তার লাজুক, মাহমুদ দিদার, ফেরারী অমিত, প্রীতি দত্ত, মারুফ মিঠু, শদীদ-উন-নবী, শেখ রুনা ও সাজ্জাদ সুমন।
এবার এফডিসিতে ডিরেক্টরস গিল্ডের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় গত ২৯ সেপ্টেম্বর।