আসামে বাংলা গান গাইতে গিয়ে লাঞ্ছিত শিল্পী শান
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/10/31/photo-1540966364.jpg)
ভারতের আসাম রাজ্যে বাংলা গান গাইতে গিয়ে লাঞ্ছনার শিকার হলেন সংগীতশিল্পী শান। এর পরেই রাগে মঞ্চ থেকে নেমে যান তিনি। একটানা হিন্দি গান গাওয়ার ফাঁকে একসময় বাংলা গান গাইতে শুরু করলে মঞ্চে শিল্পীকে লক্ষ্য করে উড়ে এলো কাগজের বল ও পাথর। দর্শকরা চিৎকার বলতে থাকেন, ‘এটা বাংলা নয়, আসাম।’
এর পরেই হতভম্ব শান গান থামিয়ে দেন। দর্শকদের উদ্দেশে তিনি ক্ষুব্ধ স্বরে চিৎকার করে ওঠেন।
‘এটাকে রাজনৈতিক সভা বানানোর চেষ্টা করবেন না, আমি একজন শিল্পী। শিল্পীর কোনো দেশ বা রাজ্য হয় না। সংগীতেরও হয় না। একজন শিল্পীর সঙ্গে এ রকম করবেন না,’ এ কথা বলেই মঞ্চ থেকে সোজা নেমে যান শান।
গত সোমবার সন্ধ্যায় ভারতের আসাম রাজ্যের গুয়াহাটির সারুসাজাই স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। যদিও ঘটনার পর উদ্যোক্তাদের অনেক অনুনয়-বিনয়ের পর ফের মঞ্চে ওঠেন শান। গায়ে জ্বর নিয়েই উদ্যোক্তাদের অনুরোধে অনুষ্ঠান শেষ করেন তিনি।
তবে এ ঘটনার পরেই শান টুইটারে ক্ষোভ ঝাড়েন। টুইট বার্তায় তিনি লেখেন, ‘আমার এই প্রতিবাদ কোনো একজন দর্শকের বা কোনো একটি অংশের জন্য নয়। যাঁরা আঞ্চলিক বিভাজন নীতিতে বিশ্বাস করেন, তাঁদের বিরুদ্ধেই আমার এই প্রতিবাদ। আমি আশা করব, আগামী প্রজন্ম এই ধরনের বিভাজনের ফাঁদে পা দেবেন না।’
এ ছাড়া অপর এক টুইট বার্তায় শান কনসার্ট চলাকালে তাঁকে উদ্দেশ করে পাথর ছোড়ার বিষয়টি মিথ্যা বলে দাবি করেছেন।