কিং খানের জন্মদিন আজ
‘তারকা’ শব্দটির ব্যবহার আজকাল হরহামেশা হলেও একসময় এতটা সহজ ছিল না। এখনো যে খুব সহজ, তা-ও নয়। এ অভিধা পেতে কত পরিশ্রম, কত ঘাম ঝরিয়ে যে বিপুল দর্শকের হৃদয়ে স্থান পেতে হয়, তাদের কাছের একজন হয়ে উঠতে হয়, তা সবাই জানে। এই ‘হয়ে ওঠা’ একজন তারকা শাহরুখ খান। শুধু তারকা নন, মহাতারকা। হিন্দি চলচ্চিত্রের দর্শকমাত্রই জানেন তাঁর অভিনয়দক্ষতার কথা।
আর সেই অভিনয়দক্ষতা দিয়েই তিনি হয়ে উঠেছেন কিং খান, বলিউড বাদশা। আজ (২ নভেম্বর) তাঁর ৫৩তম জন্মদিন। গত রাত থেকেই ভারতজুড়ে উদযাপন করা হচ্ছে এ প্রিয় তারকার বিশেষ দিনটি। মধ্যরাতে পারিবারিকভাবেও উদযাপিত হয়েছে তাঁর জন্মদিন। আজ মুক্তি পাচ্ছে শাহরুখ অভিনীত ‘জিরো’ ছবির ট্রেইলার।
মধ্যরাতের উদযাপনের ছবি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছেন কিং খান নিজেও। সামাজিক মাধ্যমে সে খবর জানিয়েছেন শাহরুখ। বলেছেন, মুম্বাইয়ে তাঁর নিজ বাসভবন মান্নাতে পরিবারের সঙ্গে বিশেষ দিনটি উদযাপনের কথা, আর বাড়ির বাইরে ভক্তদের সঙ্গে আনন্দ ভাগাভাগির কথা। ভক্তদের ভালোবাসায় সিক্ত শাহরুখ। সবাইকে হৃদয়ের অন্তস্তল থেকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি।
জন্মদিন উদযাপনের এ ছবিটি ইনস্টাগ্রামে দিয়েছেন শাহরুখ খান
পরিবার ও ভক্তরাই বলিউড বাদশার পৃথিবী।
অভিনয়জগতে শাহরুখ খানের পথচলা তিন দশকের বেশি, জয় করেছেন বিলিয়ন মানুষের মন, হয়ে উঠেছেন বিশ্বের সফলতম অভিনেতাদের একজন। অভিনেতা হিসেবে তাঁর সুদর্শন চেহারা, সুন্দর হৃদয় আর অসাধারণ মেধা ভক্তদের মন জয় করেছে। ইন্টেরিয়র ডিজাইনার ও চলচ্চিত্র প্রযোজক গৌরী খান তাঁর জীবনসঙ্গী। রয়েছে আদুরে তিন সন্তান। তাঁরা রীতিমতো খুদে তারকা।
শাহরুখের তিন সন্তান—পুত্র আব্রাম, আরিয়ান ও কন্যা সুহানা এরই মধ্যে বিখ্যাত। তাদের প্রায়ই ম্যাগাজিনগুলোতে দেখা যায়, ছবি পোস্ট করামাত্রই হয় অন্তর্জালে ভাইরাল।
শাহরুখ খান জন্মগ্রহণ করেন ১৯৬৫ সালের ২ নভেম্বর। তিনি একাধারে অভিনেতা, প্রযোজক ও টিভি ব্যক্তিত্ব। তাঁকে বলিউড বাদশা, বলিউড কিং ও কিং খান নামে ডাকা হয়। ৮০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। পেয়েছেন ১৪টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। দর্শকপ্রিয়তা ও আয়ের দিক দিয়েও তিনি বিশ্বে অন্যতম সফল অভিনেতা।
শাহরুখের পরিবার
১৯৮০ সালের শেষের দিকে টিভি ধারাবাহিক দিয়ে অভিনয়জগতে প্রবেশ করেন কিং খান। ১৯৯২ সালে ‘দিওয়ানা’ ছবি দিয়ে বলিউডে অভিষেক। পরের বছর ‘বাজিগর’ দিয়ে দর্শকহৃদয় জয় করে নেন শাহরুখ। এর পর আর তাঁকে থামতে হয়নি। আজ বিশ্বব্যাপী ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন এ সুপারস্টার।
আজ মুক্তি পাচ্ছে আনন্দ এল রাই পরিচালিত ‘জিরো’ ছবির ট্রেইলার। এ ছবিতে রয়েছেন আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ। শাহরুখ বামন চরিত্রে অভিনয় করেছেন, নাম বাওয়া সিং। এ ছবিতে বিশেষ দৃশ্যে দেখা যাবে সালমান খান, কাজল, কারিশমা কাপুর, রানি মুখার্জিসহ অনেককে। দুই সুপারস্টার শাহরুখ ও সালমান খানকে একসঙ্গে নাচতে দেখা যাবে এতে। আগামী ২১ ডিসেম্বর মুক্তি পাবে ‘জিরো’।