ইজহানকে দেখতে গেলেন ফারাহ খান
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/11/11/photo-1541920253.jpg)
চিত্রনির্মাতা ফারাহ খান ও ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার বন্ধুত্ব দীর্ঘদিনের। গত ৩০ অক্টোবর পুত্রসন্তানের জন্ম দেন টেনিস সুন্দরী সানিয়া। এ খবরে উত্তেজনা ধরে রাখতে পারেননি ফারাহ খান। সঙ্গে সঙ্গেই সামাজিক মাধ্যমে ঘোষণা দেন, বেবি মির্জা মালিককে দর্শন করবেন তিনি। সেই কথা রাখলেন ফারাহ। গতকাল শনিবার প্রথম সন্তানের মাকে দেখতে হায়দরাবাদে যান এ নির্মাতা।
সানিয়ার সঙ্গে ফারাহর দোস্তির কথা কে না জানে। বিভিন্ন সময় তাঁদের একসঙ্গে দেখা যায়। ইনস্টাগ্রামে সেসব ছবিও শেয়ার দেন তাঁরা। সানিয়ার মা হওয়ার খবরে যেন চাঁদ হাতে পান ফারাহ। নিজেকে সানিয়াপুত্রের ‘খালা’ বলেও উল্লেখ করেন তিনি।
গতকাল সানিয়া ও তাঁর নবজাতককে দেখতে যাওয়ার পর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট দেন ফারাহ খান। ছবিতে এই দুই বন্ধুকে আলিঙ্গনরত অবস্থায় দেখা যাচ্ছে। অসাধারণ এক ক্যাপশনও দিয়েছেন তিনি। লিখেছেন, ‘আমরা সব সময় একে-অপরের কাছে ফিরে আসব!’
‘হ্যাশট্যাগ সানিয়া মির্জা’ লিখে ফারাহ খান আরো লেখেন, ‘বাচ্চাটি গর্জিয়াস।’ আর খুব অল্প সময়ের জন্য হায়দরাবাদে যেতে পেরেছেন বলে আসফোসও করেন তিনি। পরের বার হাতে সময় নিয়ে যাবেন বলে কথা দেন। সানিয়া ও তাঁর আদুরের বাচ্চার জন্য শুভকামনা জানান।
ফারাহ ও সানিয়ার নিখাদ বন্ধুত্ব। ছবি : ইনস্টাগ্রাম
মহানুভবতা ও বন্ধুত্বের জন্য সর্বমহলে পরিচিত ফারাহ খান। এই ‘হ্যাপি নিউ ইয়ার’ পরিচালক মানুষ হিসেবে অসাধারণ এবং চলচ্চিত্রশিল্পের সঙ্গে জড়িত সবার প্রতি যত্নশীল।
জনপ্রিয় নির্মাতা ও প্রযোজক করণ জোহরের চ্যাট শো ‘কফি উইথ করণ’-এর পঞ্চম মৌসুমে উপস্থিত ছিলেন সানিয়া মির্জা ও ফারাহ খান। ভক্তদের আশা, টেনিস তারকা সানিয়া মির্জার বায়োপিক নির্মাণ করবেন ফারাহ।
২০১০ সালে হায়দরাবাদে সানিয়াকে বিয়ে করেন পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক। এর পর দুবাইয়ে বিলাসবহুল ফ্ল্যাট নিয়ে সংসার পাতেন দুই তারকা। সানিয়া বলেছিলেন, তাঁদের সন্তানের পদবিতে মা ও বাবা দুজনের পদবিই থাকবে। কথা অনুযায়ী তাঁদের পুত্রসন্তানের নাম ইজহান মির্জা মালিক রাখা হয়েছে। সূত্র : বলিউড বাবল।