আজ দীপবীরের বিয়ে
অবশেষে বিয়ের সানাই বাজতে চলেছে। চলতি বছরের সবচেয়ে আলোচিত বিয়ে আজ। ১৪ ও ১৫ নভেম্বর গাঁটছড়া বাঁধছেন তারকা জুটি দীপিকা পাডুকোন ও রণবীর সিং। ইতালির লেক কোমোর প্রাসাদে হচ্ছে সাড়ম্বর আয়োজন। ভিলা ব্যালবিয়ানোতে বিয়ের পর ১৮ নভেম্বর এ দম্পতি ভারতে ফিরবেন।
গত শনিবার পরিবারের সদস্যদের নিয়ে মুম্বাই থেকে ইতালির উদ্দেশে রওনা দেন রণবীর সিং ও দীপিকা পাডুকোন। এর পরই লেক কোমো থেকে বেশ কিছু ছবি অন্তর্জালে ঘুরছে। ভক্তরা অপেক্ষা করছেন তাঁদের বিয়ের মূল ছবিগুলো দেখার জন্য।
বিয়ের অনুষ্ঠানস্থলে রাখা হয়েছে কঠোর নিরাপত্তা। বাইরের কেউ ঢুকতেই পারবে না। এমনকি নিমন্ত্রিত অতিথিরাও মুঠোফোন নিয়ে যেতে পারবেন না। মেন্যুতে থাকবে দক্ষিণ ভারত, উত্তর ভারত ও এই মহাদেশীয় খাবারে পূর্ণ। এমন রেসিপিও থাকবে, যা কখনোই দেখেনি কেউ!
রণবীরের ব্যক্তিগত স্টাইলিস্ট নিতাশা গৌরব ইতালিতে বিয়ের অনুষ্ঠানস্থলে আছেন। টুইটে জানিয়েছেন, ভালোবাসার মানুষেরা আজ তাঁদের সচক্ষে দেখবেন, তবে কোনো ছবি তোলা যাবে না। তিনি আরো লেখেন, ‘আমার চোখের জলের বাঁধ ভেঙেছে, কিন্তু এই অশ্রু আনন্দের।’
রণবীরের আত্মীয় সৌম্য হিঙ্গোরানি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ককটেল পার্টির ছবি শেয়ার দিয়েছেন।
রণবীর-দীপিকার মেহেদি অনুষ্ঠান এরই মধ্যে সম্পন্ন হয়েছে। বিনোদন সংবাদমাধ্যম পিংকভিলাকে একটি সূত্র জানিয়েছে, এ অনুষ্ঠানের সাজ ছিল পুরোটাই বৈদ্যুতিক, আলোকোজ্জ্বল। মেহেদি অনুষ্ঠান খুব উপভোগ করেছেন রণবীর সিং। যখন মেহেদিতে ব্যস্ত ছিলেন তাঁর ভালোবাসার প্রেয়সী, তখন তিনি দিলখোলা নেচেছেন। পুরোনো গান বেজে উঠেছিল। শুরুতেই ‘শুভ মঙ্গল’ গানটি, এরপর প্রণয়মূলক গান, গজল ও সুফি গানও পরিবেশন করা হয়। ঢোলের তালে নাচেন রণবীর।
ওই সূত্রটি আরো বলেন, কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে, বর-বধূর কোনো ছবিই যেন সামাজিক মাধ্যমে প্রকাশিত না হয়। মুঠোফোন ও ক্যামেরা স্টিকার লাগিয়ে সংরক্ষণ করা হয়। দীপিকা ও রণবীরের পরিবার তাঁদের সন্তানদের বিয়েতে বেশ আনন্দ উপভোগ করছেন। রণবীর তাঁর পোশাকে নিজ হাতে ‘#দীপবীর’ লিখেছেন!
সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, প্রাসাদের ৭৫টি ঘর নতুন রূপে সাজানো হয়েছে। বিয়ের পার্টির জন্য সব কক্ষ বরাদ্দ নেওয়া হয়। পুরো লেক এলাকা সাজানো হয়েছে। সেখানে স্পা কেন্দ্রও আছে। পুরো রিসোর্টটির আয়তন প্রায় ২৬ হাজার স্কয়ার ফুট, এর জন্য তাঁদের প্রচুর অর্থ খরচ করতে হয়েছে।
প্রতিটি ঘরের জন্য দীপবীরকে প্রতিদিন ৪০০ ইউরো বা ৩৩ হাজার রুপি করে ভাড়া দিতে হবে। অর্থাৎ দিনে ২৪ লাখ ৭৫ হাজার রুপি গুনতে হচ্ছে দীপবীরকে। এক সপ্তাহে যার পরিমাণ দাঁড়াচ্ছে এক কোটি ৭৩ লাখ ২৫ হাজার রুপি। অন্যদিকে দীপিকার গয়নার জন্য খরচ হয়েছে দুই কোটি রুপি। সব মিলিয়ে চার থেকে পাঁচ কোটি রুপি খরচ হবে লেক কোমোতে।
নিমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনাপত্র দেওয়া হয়েছে। বেশ কিছু নির্দেশনা মেনেই তাঁদের যেতে হচ্ছে সেখানে। এ ছাড়া দীপিকা ও রণবীর অতিথিদের অনুরোধ করেছেন, তাঁরা যেন উপহার না আনে।
অতিথিদের কাছ থেকে কোনো উপহার চান না ঠিকই, তবে কেউ যদি দিতেই চান, তাহলে দীপিকার ‘দ্য লাইভ লাভ লাফ ফাউন্ডেশনে’ অনুদান হিসেবে দিতে হবে।
দীপিকা ও রণবীরের বিয়ে হচ্ছে দক্ষিণ ভারত ও উত্তর ভারতের প্রথা অনুযায়ী। ইতালিতে বিয়ের পর নিজ দেশেও দুটো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে—একটি বেঙ্গালুরুতে, অপরটি মুম্বাইয়ে। পরিবারের লোকজন ও বন্ধুদের জন্যই ওই দুই অনুষ্ঠান। ২১ নভেম্বর বেঙ্গালুরুর দ্য লীলা প্যালেসে ও ২৮ নভেম্বর মুম্বাইয়ের গ্রান্ড হায়াত হোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দীপিকা পাডুকোনের বয়স ৩২। রণবীরের ৩৩। তাঁরা ছয় বছর ধরে প্রেম করছেন। তাঁরা একসঙ্গে ‘গোলিয়োঁ কি রাসলীলা রামলীলা’, ‘বাজিরাও মাস্তানি’ ও ‘পদ্মাবত’ চলচ্চিত্রে অভিনয় করেছেন। দীপবীরের বিয়েই এখন বি-টাউনের সবচেয়ে আলোচিত বিষয়। ভক্তরা উচ্ছ্বসিত। সামাজিক মাধ্যমগুলোতে এ তারকা জুটি শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন।