ফের বিয়ে করছেন রজনীকান্তকন্যা সৌন্দর্যা?
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/11/14/photo-1542196228.jpg)
ফের বিয়ের পিঁড়িতে বসছেন দক্ষিণী চলচ্চিত্রের মহাতারকা রজনীকান্তর মেয়ে সৌন্দর্যা রজনীকান্ত। আগামী বছরের জানুয়ারিতে ব্যবসায়ী ও অভিনেতা বিশাগন বনমগামুদির সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন তিনি।
দক্ষিণ ভারতের একটি শীর্ষ আঞ্চলিক দৈনিকের প্রতিবেদন বলছে, কিছুদিন আগে সৌন্দর্যা ও বিশাগনের গোপনে বাগদান হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবারের ঘনিষ্ঠজন।
শীর্ষ ব্যবসায়ী বনমগামুদির ছেলে বিশাগন, তাঁর ভাই এস এস পোনমুদি ‘দ্রাবিড়া মুন্নেত্রা কাঝাগাম’ রাজনৈতিক দলের সদস্য। বিশাগন একটি ওষুধ কোম্পানির মালিক। চলতি বছর মুক্তিপ্রাপ্ত ‘বানজাগর উলাগাম’ ছবিতে অভিনয় করেছেন তিনি। এর আগেও তিনি বিয়ে করেছিলেন, কিন্তু সে বিয়ে টেকেনি।
তবে এ ব্যাপারে সৌন্দর্যার টিম কোনো কথা বলতে রাজি হয়নি।
এর আগে সৌন্দর্যা আরেক ব্যবসায়ী অশ্বিনকে বিয়ে করেছিলেন। তাঁদের ঘরে বেদ নামে পাঁচ বছরের একটি ছেলে আছে। ২০১০ সালে অশ্বিনকে বিয়ে করেন তিনি। ২০১৬ সালে বিবাহবিচ্ছেদ হয় তাঁদের।
বিবাহবিচ্ছেদের খবর জানিয়ে টুইট করেন সৌন্দর্যা নিজেই। বলেন, ‘আমার বিয়ের খবর সত্য। এক বছর ধরে আমরা আলাদাও হয়ে গেছি এবং ডিভোর্সের কথাবার্তা চলছে। অনুরোধ করছি, সবাই যেন আমার পারিবারিক গোপনীয়তা রক্ষা করেন।’
গত বছর মুক্তি পায় সৌন্দর্যা পরিচালিত ছবি ‘বেলাই ইল্লা পাত্তাধারি-২’। এ ছবিতে ছিলেন বলিউড অভিনেত্রী কাজল।
‘কোচাদাইয়ান’ ছবি দিয়ে পরিচালক হিসেবে দক্ষিণী চলচ্চিত্রে অভিষেক হয় সৌন্দর্যার, এ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেন তাঁর বাবা রজনীকান্ত। রজনীকান্তর সঙ্গে জুটি বাঁধেন বলিউড সুন্দরী দীপিকা পাডুকোন। তবে এ ছবি বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। বরং সমালোচনার শিকার হয়েছে। সূত্র : হিন্দুস্তান টাইমস।