তারকাদের নিয়ে নির্মাণ হবে নির্বাচনী বিজ্ঞাপন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ থেকে নির্মাণ করা হবে নিবাচনী বিজ্ঞাপন। আর সেই বিজ্ঞাপনে দেখা মিলবে দেশের তারকা শিল্পীদের। এমনটিই জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
গতকাল মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগের সভানেত্রীর ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে প্রচার কমিটির বৈঠক শেষে এই তথ্য জানান হাসান মাহমুদ।
বিজ্ঞাপনে অংশ নেবেন চিত্রনায়ক ফেরদৌস, রিয়াজ, শাকিল খান, জাহিদ হাসান, সাদিয়া ইসলাম মৌ । গতকাল বিকেলে আওয়ামী লীগের সভানেত্রীর ধানমণ্ডির কার্যলয়ে তাঁরা উপস্থিত ছিলেন। সভায় অভিনয়শিল্পী ছাড়াও উপস্থিত ছিলেন সংগীতশিল্পী ও সংসদ সদস্য মমতাজ এবং অভিনেত্রী শমী কায়সার।
হাছান মাহমুদ এ বিষয়ে বলেন, ‘আমরা কিছু বিজ্ঞাপন নির্মাণ করে দেব, সামাজিক যোগাযোগমাধ্যমে সেগুলো সবাই শেয়ার করবেন। সেই বিজ্ঞাপনে অংশ নেবেন সেলিব্রেটিরা। শুধু বিজ্ঞাপন নয় তারা খুব তাড়াতাড়ি আমাদের নির্বাচনী প্রচারণাতেও বের হবেন।’
নায়ক ফেরদৌস এ বিষয়ে বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রীকে অনেক ভালোবাসি। তিনি আমাদের যে উন্নয়নের ধারা দেখিয়েছেন, আমরা সেই পথেই হাঁটছি। আমি মনে করি আগামীতে যদি তিনি প্রধানমন্ত্রী হতে না পারেন, তবে আমরা এগিয়ে যেতে পারব না।’
নায়ক রিয়াজ বলেন, ‘আমরা চাই না দেশটা আফগানিস্তান বা সোমালিয়া হয়ে যাক। এত দিন আমরা দেশের মানুষকে বিনোদন দিয়ে এসেছি। এবার দেশের জন্য কথা বলব। আমরা এবারও স্বাধীনতার পক্ষের শক্তিকে দেখতে চাই। আমি নতুন ভোটারদের বলতে চাই, আপনারা স্বাধীনতার পক্ষের শক্তিকে ভোট দিন। কারণ এই উন্নয়নের ধারা বজায় রাখতে শেখ হাসিনার সরকার বারবার দরকার।’
অভিনেতা জাহিদ হাসান বলেন, ‘আমরা যখন দেশের বাইরে যাই তখন অনেক গর্ব করে বলি আমাদের প্রধানমন্ত্রী আমাদের দেশটাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। আমরা আত্মবিশ্বাস নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি উনার জন্য। দেশের প্রয়োজনে আমরা নৌকার পাশে ছিলাম, আছি।’