করণ জোহরের শাস্তি চাইলেন মাহিকা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/11/15/photo-1542266194.jpg)
বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক, সঞ্চালক করণ জোহর যে দুষ্টুমি করতে ভালোবাসেন, এটা কে না জানে। তবে এবার দুষ্টুমি করে ‘অনুভূতিতে আঘাতের’ অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। যদিও এর জন্য ক্ষমা চেয়েছেন তিনি। করণের ‘শাস্তি’ চেয়েছেন অভিনেত্রী মাহিকা শর্মা।
জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ইন্ডিয়া’স গট ট্যালেন্ট। এই শোর বিচারক চলচ্চিত্র পরিচালক করণ জোহর। তাঁর সঙ্গে রয়েছেন আরো দুই বিচারক কিরণ খের ও মালাইকা অরোরা। এই শোর বেশ কিছু মজার ভিডিও ক্লিপস সামাজিকমাধ্যমে শেয়ার দেন করণ। এতেই বাধে বিপত্তি। নেটিজেনদের অভিযোগ, আসামীদের নিয়ে কটূক্তি করেছেন করণ।
অভিযোগ, সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে নির্মাতা করণ জোহর আসাম রাজ্যের অধিবাসীদের অনুভূতিতে আঘাত হেনেছেন। কথিত ওই ভিডিওতে করণ আসামের ঐতিহ্যবাহী টুপি ‘জাপ্পি’ নিয়ে আলোচনা করেন এবং ওই টুপি নিয়ে ‘অসংবেদনশীল’ মন্তব্য করেন।
এক টুইটার ব্যবহারকারী করণের ভুল নির্দেশ করে বলেছেন, ‘প্রিয় করণ জোহর, জাপ্পি ও গামুসা শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক। যখন কেউ আপনাকে সেটা উপহার দেবে, আপনি তা নিয়ে মজা করতে পারেন না, এমনকি এটা ফ্যাশন হিসেবেও ব্যবহৃত হতে পারে না। আপনার ভিডিও আসামের জনগণের আবেগকে আহত করেছে। বলে রাখলাম শুধু, যদি আপনি এটা না জেনে থাকেন।’
নিজের ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে ক্ষমা প্রার্থনা করেন করণ জোহর।
উত্তরে করণ টুইটারে লেখেন, ‘আপনি একদম সঠিক। যদি আমি অনুভূতিতে আঘাত করে থাকি, তবে ক্ষমা চাচ্ছি... এটা সত্যিই ইচ্ছাকৃত ছিল না এবং না জানার কারণেই হয়েছে, যদিও তা অজুহাত হতে পারে না...আমাদের দেশের বৈচিত্র্যময় সংস্কৃতির প্রতি আমি তীব্র সংবেদনশীল। আমি খুব দুঃখিত।’
যাহোক, অভিনেত্রী মাহিকা শর্মার জন্ম আসামে। তিনি শুধু ক্ষমা প্রার্থনায় সন্তুষ্ট নন। তাঁর দাবি, করণ যেন জাপ্পি টুপি মাথায় দিয়ে দুঃখিত বলেন। ইনস্টাগ্রামে এই শর্তসাপেক্ষ ক্ষমা প্রার্থনার দাবি করেন মাহিকা।
মাহিকা লিখেছেন, ‘করণ জোহর স্যার, আমি আপনাকে নিঃশর্তভাবে শ্রদ্ধা করি। আপনার কাজ পাগলের মতো ভালোবাসি। অন্যদের মতো আমিও আপনার সঙ্গে কাজ করতে চাই। সেই প্রথম থেকে এখনো আপনি কঠোর পরিশ্রম করছেন, এটাকে আমি শ্রদ্ধা করি। কিন্তু আমিও আসাম রাজ্যের সন্তান। আর সব সন্তানের মতোই আমিও আমার মায়ের অপমান সইতে পারছি না। ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত, প্রত্যেক ভুলেরই একটা শাস্তি আছে, যাতে তার পুনরাবৃত্তি না হয়। তাই আমি মনে করি, আমার আসাম একমাত্র তখনই আপনাকে ক্ষমা করতে পারে, যদি আপনি জাপ্পি (আসামী ও উত্তর-পূর্ব ভারতের মানুষের কাছে শ্রদ্ধার প্রতীক) পরে ক্ষমা চান।’
মাহিকার দাবি পূরণ হয় কি না, সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে। তবে নেটিজেনরা বলছেন, এই ঘটনার পর করণ জোহর সামাজিক মাধ্যমে পোস্ট দেওয়া ও মন্তব্য করার ক্ষেত্রে আরো সতর্ক হবেন। সূত্র : ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস।