ছেলের জন্য একসঙ্গে শাকিব-অপু
একমাত্র সন্তান আব্রাম খান জয়ের জন্য এক হলেন শাকিব খান ও অপু বিশ্বাস। সম্প্রতি তাঁরা দুজন ছেলেকে স্কুলে ভর্তি করতে যান বারিধারায় আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (এআইএসডি) স্কুলে। স্কুল কর্তৃপক্ষের পরামর্শে আব্রামকে প্লে-গ্রুপে ভর্তি করা হচ্ছে।
এ বিষয়ে শাকিব খান বলেন, ‘সবার আগে আমার সন্তান। তাকে ভর্তি করাতেই আমরা বারিধারায় আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলে গিয়েছিলাম। কিন্তু স্কুল কর্তৃপক্ষ বলেছে, তিন বছর না হলে ভর্তি করা যাবে না। পরে তাদের পরামর্শে জয়কে প্লে-গ্রুপে ভর্তি করিয়েছি।’
জয়কে নিয়ে শাকিব আরো বলেন, ‘জয়ের সঙ্গে সময়টা আমার অনেক ভালো কাটে। তার সুন্দর একটা ভবিষ্যতের জন্য আমি বাবা হিসেবে চেষ্টা করব। পড়াশোনার প্রতি তার আলাদা একটা আগ্রহ রয়েছে। আমি নিজেও তার সঙ্গে মাঝেমধ্যে পড়তে বসে যাই।’