শুটিং ইউনিটকে রান্না করে খাওয়ালেন মান্নার স্ত্রী
একটা সময় ছিল, যখন চলচ্চিত্রের শুটিংয়ের সময় সবাই একসঙ্গে বসে খাবার খেতেন। ঢাকা ও তার আশপাশে শুটিং থাকলে তারকারা নিজের বাসা থেকে রান্না করে এনে সবাইকে নিয়ে খেতেন। শুটিং যেন ছিল বনভোজন। যদিও বর্তমান সময়ে বিষয়টি একেবারেই বিরল।
সম্প্রতি শুটিং শুরু করেছে নায়ক মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান ‘কৃতাঞ্জলী কথাচিত্র’। দীর্ঘ ১০ বছর বন্ধ থাকার পর ‘জ্যাম’ শিরোনামে এই ছবিটির মধ্যে দিয়ে আবারও সচল হলো প্রতিষ্ঠানটি। নায়ক মান্নার স্ত্রী শেলী মান্না এখন এই প্রতিষ্ঠানটির হাল ধরেছেন। এমনকি পুরোনো রীতি অনুযায়ী তিনি শুটিং ইউনিটের জন্য বাসা থেকে নিজের হাতে রান্না করে নিয়ে যান। নায়ক মান্নার পছন্দের খাবারগুলোই তিনি রান্না করেন গোটা ইউনিটের জন্য।
মান্নার স্ত্রী শেলী মান্না এনটিভি অনলাইনকে বলেন, ‘আসলে আমার কাছে মনে হয় শুটিংয়ের সঙ্গে খাবার রান্নার একটা সম্পর্ক রয়েছে। কারণ মান্না যখন ঢাকা বা তার আশপাশে শুটিং করতেন, তখন তার জন্য আমার রান্না করে পাঠাতে হতো। এমনভাবে খাবার পাঠাতাম যেন ১২-১৫ জন মানুষ খেতে পারে। সেই হিসেবে আসলে আমি রান্না করে নিয়ে গিয়েছিলাম। তা ছাড়া আমি যেভাবে বুঝি শুটিং ইউনিট মানে আমরা একটা পরিবার। আর পরিবারের গুরুজন হিসেবে আমি রান্না করে খাওতেই পারি।’
কী রান্না করেছেন—জানতে চাইলে হেসে ফেলেন শেলী। এনটিভি অনলাইনকে তিনি বলেন, ‘একেবারেই সাধারণ খাবার রান্না করে নিয়ে গিয়েছিলাম। কারণ, আমাদের প্রিয় মান্না সাহেব সব সময় বাঙালি খাবার পছন্দ করতেন। সাধারণ খাবারের প্রতি তাঁর একটা লোভ ছিল। আমিও সেই ধরনের খাবারই খাইয়েছি। ছোট মাছ, বড় মাছ, সবজি, ভর্তা, সঙ্গে মাংস তো আছেই। আমি আসলে চলচ্চিত্রের মানুষ, সেই হিসেবে আমরা পরিবারের জন্যই আমি রান্না করেছিলাম। সবাই দোয়া করবেন আমি যেন ভালো ছবি নিয়ে দর্শকদের সামনে উপস্থিত হতে পারি।’
শুটিং নিয়ে ছবির পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল বলেন, ‘গত ১২-১৩ নভেম্বর আমরা কিছু ফ্ল্যাশব্যাকের শুটিং করেছি। আগামী ১ ডিসেম্বর থেকে টানা শুটিং করার ইচ্ছে রয়েছে। সবাই দোয়া করবেন আমাদের ইউনিটের জন্য। আমরা যেন ছবির গল্পটি সুন্দরভাবে সবার সামনে উপস্থাপন করতে পারি।’
‘জ্যাম’ ছবিটির গল্প লিখেছেন প্রয়াত সাংবাদিক আহমদ জামান চৌধুরী।