শেষ হলো লোকসংগীতের বড় আসর
‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট’-এর আসর সমাপনী দিনেও জমে উঠেছিল। তিন দিনব্যাপী উৎসবের গতকাল শনিবার শেষ দিনে গান পরিবেশন করেন বাংলাদেশের বাউল কবির শাহ, অর্ণব, গানের দল নকশিকাঁথা, পাকিস্তানের শাফকাত আমানত আলি ও স্পেনের লাস মিগাজ গান।
শিল্পীরা ঢাকার আর্মি স্টেডিয়ামে লোকসংগীত পরিবেশন করেন সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত। হাজারো দর্শকের উপস্থিতিতে গত তিন দিন স্টেডিয়ামে ছিল উপচে পড়া ভিড়।
উৎসবের প্রথম দিন গান পরিবেশন করেন বাংলাদেশের সংগীতশিল্পী আবদুল হাই দেওয়ান, পোল্যান্ডের জনপ্রিয় ব্যান্ড দিকান্দার, ভারতের বিখ্যাত শিল্পী যুগল ওয়াদালি ব্রাদার্স, ভারতের সংগীতশিল্পী সাত্যকি ব্যানার্জি। এ ছাড়া বাংলাদেশের সামিনা হোসেন প্রেমার নৃত্যদল ‘ভাবনা’র পরিবেশনায় ছিল তিনটি নৃত্য।
উৎসবের দ্বিতীয় দিন লোকসংগীতের সুরের আলোয় মঞ্চ আলোকিত করেন বাংলাদেশের মমতাজ ও প্রথমবারের মতো রাজশাহীর ফোকব্যান্ড স্বরব্যঞ্জো এবং আন্তর্জাতিক শিল্পীদের মধ্যে ছিলেন ভারতের বর্তমান সময়ের জনপ্রিয় ফোক ঘরানার শিল্পী রাঘু দীক্ষিত, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ‘তেহানো মিউজিক’-এ অনুপ্রাণিত গ্র্যামি অ্যাওয়ার্ড বিজয়ী দল লস্ টেক্সমেনিয়াক্স ও বাহরাইনের ফিউশন ব্যান্ড মাজায। তাদের পরিবেশনায় উঠে আসে ভিন্ন ধাঁচের লোকসংগীতের বহুমাত্রিক মনোমুগ্ধকর সুরের ধারা। স্টেডিয়ামভর্তি সব দর্শক সুরের এই ঢেউ ভাসা তরঙ্গে আলোড়িত হয়।
লোকসংগীত বাঙালি জাতির হাজার বছরের বর্ণাঢ্য সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক ও বাহক। লোকজ সংগীতের তাল, লয় ও ছন্দের অপূর্ব সংমিশ্রণে খুঁজে পাওয়া যায় আত্মার শান্তি । আমাদের নিজেদের গান, অন্তরের গান লোকসংগীতের চর্চা এবং প্রসারের জন্য তিন বছর ধরে আয়োজিত হয়ে আসছে আন্তর্জাতিক লোকসংগীত উৎসব।
এবারে বাংলাদেশসহ বিশ্বের সাতটি দেশ থেকে ১৭৪ জন লোকসংগীত শিল্পী অনুষ্ঠানের তিন দিনে তাঁদের পরিবেশনার মধ্য দিয়ে শেকড়-সন্ধানী গানগুলো দর্শকের সামনে তুলে ধরার নিমিত্তে জড়ো হয়েছিলেন একমঞ্চে। গতবারের আসরের মতন এবারও দর্শক বিনামূল্যে শুধু অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করেছেন।