বলিউডে পা রাখছেন আলিয়া ফার্নিচারওয়ালা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/11/21/photo-1542793387.jpg)
চলতি বছরে বেশ কয়েকজন তারকাসন্তানের বলিউডে অভিষেক হয়েছে। ‘কেদারনাথ’ চলচ্চিত্র দিয়ে রুপালি পর্দায় অভিষেক হচ্ছে সাইফ আলি খানের মেয়ে সারা আলি খানের। এবার অভিনেত্রী পূজা বেদির কন্যা আলিয়া ফার্নিচারওয়ালা পা রাখছেন বিনোদন দুনিয়ায়।
‘ফিল্মিস্তান’ ও ‘মিত্রন পরিচালক নিতিন কক্করের ‘জওয়ানি জানেমান’ ছবি দিয়ে অভিষেক হচ্ছে রূপবতী আলিয়া ফার্নিচারওয়ালার। ছবিতে সাইফের মেয়ের চরিত্রে অভিনয় করবেন তিনি। ৪০ বছর বয়সী বাবা ও তাঁর কন্যার সম্পর্ক নিয়ে এ ছবির গল্প। বাবা-মেয়ে চরিত্রে থাকবেন সাইফ-আলিয়া।
বিনোদন সংবাদমাধ্যম ফিল্মফেয়ারকে একটি সূত্র বলেছে, ‘হ্যাঁ, আলিয়া ফার্নিচারওয়ালাকে নিতিন কক্করের ছবিতে অভিনয় করতে দেখা যাবে। সাইফ আলি খান তাঁর বাবার চরিত্রে অভিনয় করবেন। আলিয়া এ নিয়ে খুব আগ্রহী।’
মুম্বাই মিররকে সাইফ আলি খান বলেছেন, ‘প্রধান চরিত্রের জন্য আমরা এমন এক তরুণীকে খুঁজছিলাম, যাঁর সৌন্দর্য ও শক্তি আছে; আর এ সব গুণই আছে তাঁর (আলিয়া)। এমন পারফেক্ট কাউকে পেয়ে আমরা সৌভাগ্যবান। আমি আলিয়ার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি।’
ইনস্টাগ্রামে সাড়ে তিন লাখের বেশি ফলোয়ার আলিয়ার
‘জওয়ানি জানেমান’ ছবির প্রযোজক জয় শুক্রমনি, যিনি সাইফের ‘রেস’ ও ‘রেস-২’ ছবিরও প্রযোজক ছিলেন; বলেছেন, ‘৫০ জন মেয়েকে স্ক্রিন-টেস্টের পর আলিয়াকে নির্বাচন করা হয়েছে।’
‘একজন আমাকে বলেছিল, পূজা বেদির মেয়ে অভিনয় করতে চায়, তাই আমি তার ছবি পরীক্ষা করে দেখলাম এবং পূজাকে খুদে বার্তা পাঠালাম। পূজাই আলিয়ার প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছে। নিজের যোগ্যতাবলেই সে এ ছবিতে কাজ করার সুযোগ পেয়েছে’, বলেন শুক্রমনি।
শুক্রমনি আরো জানান, ১০ মিনিটেই পরিচালক নিতিন কক্কর বুঝে যান, আলিয়াই ছবির চরিত্রটির জন্য একদম ফিট।
‘আমাদের মিটিংয়ের ১০ মিনিটের মধ্যেই নিতিন জানায়, আলিয়াই চরিত্রটির জন্য পারফেক্ট। কৌতুকপ্রিয়, স্বাধীনচেতা নারী ও আধুনিকার চরিত্রে তাকে দেখা যাবে। তার পড়াশোনা ও কর্মশালা আগামী মাসেই শুরু হবে। আগামী বছরের মার্চে এ ছবির শুটিং শুরু হবে’, বলেন প্রযোজন শুক্রমনি।
মা পূজা বেদির সঙ্গে আলিয়া
পূজা বেদির সাবেক স্বামী ফারহান ইব্রাহিম ফার্নিচারওয়ালার কন্যা আলিয়া। ২০০৩ সালে পূজা ও ফারহানের বিবাহবিচ্ছেদ হয়। আলিয়া ছাড়াও তাঁদের ওমর ইব্রাহিম নামে এক সন্তান আছে। বিভিন্ন পার্টি ও অনুষ্ঠানে আলিয়াকে প্রায়ই তাঁর মায়ের সঙ্গে দেখা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য ভক্ত ও অনুরাগী আছে আলিয়া ফার্নিচারওয়ালার। ইনস্টাগ্রামে ইতিমধ্যেই তাঁর অনুসরণকারীর সংখ্যা সাড়ে তিন লাখের বেশি।
অভিনেতা কবির বেদি ও ধ্রুপদী নৃত্যশিল্পী প্রতিমার মেয়ে পূজা বেদি। আমির খানের ‘জো জিতা ওহ হি সিকান্দার’ চলচ্চিত্র এবং ‘ঝলক দিখলাজা-১’ ও ‘বিগ বস-৫’-এর মতো টিভি শোতে অংশ নিয়ে বেশ খ্যাতি কুড়িয়েছিলেন আলিয়ার মা পূজা।
অভিষেক ছবি দিয়েই কি দর্শক-হৃদয়ে স্থান করে নিতে পারবেন আলিয়া ফার্নিচারওয়ালা? তা জানতে চলচ্চিত্রপ্রেমিকদের অপেক্ষা করতে হবে।