খারাপ ট্রলিং কী জানেন না নীহারিকা
বলিউড অভিনেত্রী নীহারিকা রায়জাদা তাঁর আসন্ন ‘টোটাল ধামাল’ ছবি নিয়ে ব্যস্ত দিন কাটাচ্ছেন। সাবেক এ ভারত সুন্দরী বলেছেন, সামাজিক মাধ্যমে ট্রলিং বা ব্যঙ্গ-বিদ্রুপের ভালো-মন্দ দুই দিকই আছে। আসন্ন ‘টোটাল ধামাল’-এর সাফল্য নিয়ে তিনি বেশ আশাবাদী।
গতকাল মঙ্গলবার ওই ছবির প্রচারণায় অংশ নেন নীহারিকা। পরে এক সাক্ষাৎকারে বলেন, ‘ট্রলিং ভালো ও খারাপ উভয়ই। যে কেউ নিজের মতামত জানাতে চাইলে তা করতে পারেন। কেউ যদি আমাকে পছন্দ করেন, প্রশংসা করতে চান, তা করতেই পারেন। আর কেউ যদি তা না করেন, তাতেও কোনো অসুবিধা নেই।’
‘ওয়ারিয়র সাবিত্রী’ অভিনেত্রী আরো বলেন, ‘লোকে আমাকে সবসময় সেক্সি বলে। আর এটাকে যদি কেউ ট্রলিং বলে, তো এটা সবসময় আমার সঙ্গে হয়। তবে খারাপ ট্রলিং কাকে বলে আমি জানি না। সেটা আমার সঙ্গে কখনো হয়নি।’
‘টোটাল ধামাল’ ছবিতে নীহারিকার সঙ্গে রয়েছেন বেশ কয়েকজন তারকা। অজয় দেবগন, অনিল কাপুর, মাধুরী দীক্ষিত, রিতেশ দেশমুখ, আরশাদ ওয়ারসি, এশা গুপ্তসহ অনেকেই রয়েছেন এ ছবিতে। এ ছাড়া সোনাক্ষি সিনহা ও সালমান খানকে বিশেষ ভূমিকায় দেখা যাবে।
মডেল হিসেবেও বেশ খ্যাতি নীহারিকার। ছবি : ইনস্টাগ্রাম
বলা হয়েছিল, চলতি বছরের ডিসেম্বরে ‘টোটাল ধামাল’ মুক্তি পাবে। কিন্তু পরে মুক্তির তারিখ পরিবর্তন করা হয়। এ নিয়ে জিজ্ঞেস করলে নীহারিকা বলেন, ‘টোটাল ধামাল পরের বছর মুক্তি পাবে। নির্মাতারাই এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁদের যদি মনে হয় আরেকটু সময় নেওয়া দরকার, তা হলে সমস্যা কোথায়।’
‘টোটাল ধামাল’-এর সাফল্য নিয়ে আশাবাদী নীহারিকা। বলেন, ‘ছবিটি থ্রিডিতে শুটিং হয়েছিল। আশা করি, পোস্ট প্রোডাকশন ভালোই হবে। আমরা সেরাটাই দিতে পারব। ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবসের পর আপনারা সিনেমাটি উপভোগ করতে পারবেন। তবে আমি নিশ্চিত, যখনই মুক্তি পাক, সিনেমাটি বক্স অফিসে ধামাল করে দেবে।’
এরপর তাঁর হাতে কী ছবি আছে, সে নিয়েও সামান্য ইঙ্গিত দেন নীহারিকা। বলেন, ‘কিছুই এখনো ফাইনাল হয়নি। তবে বিয়ে নিয়ে একটা গল্প হবে।’
ইন্দ্র কুমার পরিচালিত এ ছবি প্রযোজনা করছেন অজয় দেবগন ফিল্মস, অশোক তাকেরিয়া, মার্কণ্ড অধিকারী, আনন্দ পণ্ডিত ও ফক্স স্টার স্টুডিও। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে সিনেমাটি মুক্তি পাবে। সূত্র : এনডিটিভি
‘টোটাল ধামাল’ ছবির একটি দৃশ্য। ছবি : ইনস্টাগ্রাম