পুত্রসন্তানের মা হলেন উদিতা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/11/22/photo-1542875905.jpg)
অন্তঃসত্ত্বা তিনি, ভক্তদের এই শুভ বার্তা আগেই দিয়েছিলেন। এবার পুত্রসন্তানের মা হলেন ‘জেহের’ অভিনেত্রী উদিতা গোস্বামী। বাবা হয়েছেন ‘হাফ গার্লফ্রেন্ড’ পরিচালক মোহিত সুরি। এ দম্পতি নবজাতকের নাম রেখেছেন কর্ম।
২০১৩ সালে বিয়ে করেন পরিচালক মোহিত সুরি ও সাবেক বলিউড অভিনেত্রী উদিতা গোস্বামী। ২০১৫ সালে তাঁদের প্রথম কন্যাসন্তান দেবী সুরির আগমন হয়। এবার তাঁদের পুত্রসন্তান হলো।
মোহিত-উদিতা এখনো সামাজিক মাধ্যমে এ সংবাদ দিতে না পারলেও প্রবীণ চলচ্চিত্র নির্মাতা মিলাপ জাবেরি তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে এ দম্পতির পুত্রসন্তান হওয়ার খবর দেন। গতকাল তিনি টুইট করেন, ‘পুত্রসন্তানের মা-বাবা হওয়ায় উদিতা ও মোহিতকে অভিনন্দন। তার জন্য অনেক অনেক ভালোবাসা!’
বি-টাউনের অন্যতম সুখী যুগল মোহিত-উদিতা। পূজা ভাট পরিচালিত ‘পাপ’ ছবিতে জন আব্রাহামের সঙ্গে জুটি বেঁধে বলিউডে অভিষেক হয় উদিতা গোস্বামীর। এর মোহিত সুরির ‘জেহের’ ছবিতে ইমরান হাশমির বিপরীতে অভিনয় করে দর্শকের নজরে আসেন। ‘আকসার’ ছবিতে দিনো মরিয়ার সঙ্গে জুটি বাঁধেন।
ইনস্টাগ্রামে এই ছবি দিয়ে মা হওয়ার আগাম খবর দিয়েছিলেন উদিতা
মজার ব্যাপার হলো, গতকাল সকালেই উদিতা ইনস্টাগ্রামে তাঁর ‘প্রেগনেন্সি ফটোশুট’ থেকে কয়েকটি ছবি শেয়ার দেন। প্রথমে একটি অর্ধেক কাটা ছবি শেয়ার দেন, যার ক্যাপশন ছিল, ‘আমি তোমাকে দেখছি।’
এরপরই স্ফীত পেটের ছবিটি শেয়ার করেন উদিতা, লেখেন, ‘আগের কাটা ছবিটির দ্বিতীয় অংশ, যা আমাকে ব্যস্ত রেখেছে।’ এরপর আরো দুটি ছবি শেয়ার দেন তিনি। এ অভিনেত্রীকে ২০১২ সালে শেষবার ‘ডায়েরি অব এ বাটারফ্লাই’ ছবিতে দেখা গিয়েছিল।
উদিতার স্বামী মোহিত সুরি বেশ কয়েকটি হিট হিন্দি ছবির জন্য বিখ্যাত। ‘জেহের’, ‘এক ভিলেন’, ‘মার্ডার-২’, ‘আশিকি-২’সহ বেশ কয়েকটি হিট ছবির পরিচালক তিনি। আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুর অভিনীত ‘আশিকি-২’ তাঁর সবচেয়ে ব্যবসাসফল ছবি।
‘আশিকি-৩’ ছবির অপেক্ষায় দর্শক। তৃতীয় কিস্তি নিয়ে মোহিত সুরি বলেছেন, ‘এটা ভালোবাসার ধারাবাহিক, কিন্তু সঠিক সময়ে, ভালো চিত্রনাট্য পেলেই তা আসবে। আশিকি-২ করার পর অনেকে বলেছে, এটা এক রেডিও জকির ভালোবাসার গল্প। আমি এই ছবি করতে চাই, ভালোবাসার গল্প বলতে চাই।’ সূত্র : ইন্ডিয়া টিভি