প্রিয়াঙ্কা-নিকের বিয়ের যত আয়োজন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/11/24/photo-1543051714.jpg)
সোনম কাপুর-আনন্দ আহুজা ও দীপিকা পাড়ুকোন-রণবীর সিংয়ের বিয়ের পর চলতি বছরে বি-টাউনে আরেকটি রাজকীয় বিয়ের আয়োজন হতে চলেছে। আর কিছুদিন পরই মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে সাতপাকে বাঁধা পড়ছেন বিশ্বতারকা প্রিয়াঙ্কা চোপড়া।
ভারতের রাজস্থানের যোধপুরের উমেদ ভবন প্রাসাদে হচ্ছে প্রিয়াঙ্কা-নিকের বিয়ে। প্রিয়াঙ্কার মা মধু চোপড়া ইতিমধ্যে সেটা নিশ্চিত করেছেন। রাজকীয় এ বিয়ে নিয়ে ভক্তকুল সব তথ্যই জানতে চান। অতিথি তালিকা থেকে শুরু করে খাবারের মেন্যু, সবই তাঁদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। যদিও প্রিয়াঙ্কা এখনো নিজের বিয়ের আয়োজন নিয়ে কোনো কথাই বলেননি, তবু নিশ্চিত হওয়া গেছে, আগামী ২ ডিসেম্বর হচ্ছে তাঁদের বিয়ে।
বিয়ের ভেন্যু
সংবাদমাধ্যমগুলো বলছে, উমেদ ভবন প্রাসাদে হচ্ছে বিয়ের অনুষ্ঠান। আগামী ২৯ নভেম্বর মেহেদি ও সংগীতানুষ্ঠান হওয়ার কথা রয়েছে। এতে উপস্থিত থাকবেন বলিউডের অসংখ্য তারকাসহ আন্তর্জাতিক তারকাও। ইন্ডিয়া টুডে জানিয়েছে, সংগীত অনুষ্ঠানে প্রিয়াঙ্কা চোপড়ার জনপ্রিয় ছবির গান ‘গালা গোড়িয়াঁ’, ‘দেশি গার্ল’ ও ‘পিঙ্গা’র তালে নাচবেন হবু বর নিক। সংগীতানুষ্ঠানের কোরিওগ্রাফার গণেশ হেগড়ে। প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে হিন্দি গানও গাইবেন মার্কিন গায়ক নিক। ১ ডিসেম্বর হবে গায়ে হলুদ। দুই রাতে দেওয়া হবে রাজকীয় ককটেল পার্টি।
হিন্দু ও খ্রিস্টান ধর্মমতে বিয়ে
দুজনের ধর্মবিশ্বাসের ওপর সম্মানার্থে দুই রীতিতেই হবে প্রিয়াঙ্কা ও নিকের বিয়ে। দীপিকা ও রণবীরের যেমন দুই রীতিতে বিয়ে হয়েছিল, তেমনি হবে প্রিয়াঙ্কা-নিকের বিয়ে। ১৪ ও ১৫ নভেম্বর দীপবীর কোঙ্কানি ও সিন্ধি রীতিতে বিয়ে করেন। ২ ডিসেম্বর প্রিয়াঙ্কা ও নিকের বিয়ে হবে হিন্দু রীতিতে এবং একদিন পর একই ভেন্যুতে হবে খ্রিস্টান রীতিতে বিয়ে।
বিবাহোত্তর সংবর্ধনা
দীপিকা ও রণবীরের মতোই প্রিয়াঙ্কা ও নিকের দুটি বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছে। একটি হবে দিল্লিতে ও অপরটি মুম্বাইয়ে। বিয়ের কয়েকদিন পর দিল্লির একটি পাঁচতারকা হোটেলে হবে প্রথম বিবাহোত্তর সংবর্ধনা। সংবাদমাধ্যমগুলো বলছে, আনুশকা শর্মা ও বিরাট কোহলির মতো প্রিয়াঙ্কাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিমন্ত্রণ করবেন।
অতিথি তালিকা
প্রিয়াঙ্কা ও নিকের বিয়ের অনুষ্ঠানে অতিথি তালিকায় রয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান ও তাঁর পরিবারের সদস্যরা। এ ছাড়া রণবীর কাপুর, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, ফারহান আখতার, সিদ্ধার্থ মালহোত্রাসহ অনেকেই আছেন। বাগদান অনুষ্ঠানে দীপিকাকে নিমন্ত্রণ করতে ভুলে গিয়েছিলেন প্রিয়াঙ্কা, এবার বিয়েতে নিমন্ত্রণ করেন কি না তা দেখার জন্য অপেক্ষা করতে হবে।
গত বছর মিট গালার লাল গালিচায় হাঁটার পর প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস খবরের শিরোনাম হন। এর পর থেকেই তাঁদের প্রেমের গুঞ্জন চাউর হয়। সামাজিক মাধ্যমজুড়ে তাঁদের প্রেমের জোর গুঞ্জন চললেও দুজন কখনো মুখ খোলেননি। তবে গত ১৮ আগস্ট আনুষ্ঠানিকভাবে বাগদান হয় এ তারকা জুটির। এর পরই সামাজিক মাধ্যমে পরস্পরের ছবি ও ভালোবাসার কথা জানান তাঁরা।
বয়স নিয়েও খবরের শিরোনাম হন প্রিয়াঙ্কা ও নিক। প্রিয়াঙ্কার বয়স ৩৬ বছর ও নিকের বয়স ২৬ বছর। এ জুটিকে স্বামী-স্ত্রী হিসেবে দেখতে উন্মুখ ভক্তকুল। সূত্র : ইন্ডিয়া টিভি