বিয়ের আগেই কত কোটি খরচ জানেন?
মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে আর কিছুদিন পরই সাতপাকে বাঁধা পড়ছেন বলিউড-হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। রাজস্থানের যোধপুরের উমেদ ভবন প্রাসাদে হচ্ছে তাঁদের রাজকীয় বিয়ের আয়োজন। আলোর বন্যা প্রিয়াঙ্কার বাড়িতেও।
গত শুক্রবার নিউইয়র্ক থেকে দিল্লিতে যান প্রিয়াঙ্কার হবু বর নিক। গতকাল মুম্বাইয়ে পৌঁছান তাঁর ভাই জো জোনাস ও প্রেমিকা সোফি টার্নার। নিকের মা-বাবা ভারতের যাবেন ২৯ নভেম্বর। আর এই দিন থেকেই শুরু প্রিয়াঙ্কা-নিকের বিয়ের অনুষ্ঠান।
উমেদ ভবন প্রাসাদের পুরোটাই প্রিয়াঙ্কা-নিকের বিয়ের জন্য ভাড়া নেওয়া হয়েছে। ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত বরাদ্দ নিয়েছেন এ যুগল। উমেদ ভবনের এক কর্মকর্তা বলেছেন, ‘২৮ নভেম্বর পর্যন্ত আমাদের রুম খালি আছে। ফের ৪ ডিসেম্বর থেকে খালি পাওয়া যাবে। পাঁচ দিন কোনো খালি নেই।’
বিবাহপূর্ব অনুষ্ঠানের মধ্যে রয়েছে গায়ে হলুদ, সংগীত ও মেহেদি। এ তিন অনুষ্ঠানই হবে মেহরনগড় দুর্গে। একটি সূত্র জানিয়েছে, ‘এই যুগল ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত এই দুর্গ ভাড়া নিয়েছেন। এই তিন দিন অন্য পর্যটকরা দুর্গ পাচ্ছেন না।’
বিয়ের বিশাল আয়োজন
উমেদ ভবন প্রাসাদে ৬৪টি বিলাসবহুল কক্ষ আছে। ২২টি প্রাসাদ কক্ষ ও ৪২টি ঐতিহাসিক প্রাসাদ কক্ষ। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, এক রাতে প্রত্যেক প্রাসাদ কক্ষের জন্য গুনতে হবে ৪৭ হাজার ৩০০ রুপি। আর ঐতিহাসিক কক্ষের জন্য এক রাতে দিতে হবে ৬৫ হাজার ৩০০ রুপি ভাড়া। তা ছাড়া রয়েল সুইটসের জন্য ১.৪৫ লাখ ও গ্রান্ড রয়েল সুইটসের জন্য দিতে হবে ২.৩০ লাখ রুপি। প্রেসিডেন্সিয়াল সুইটসের জন্য দিতে হবে ৫.০৪ লাখ রুপি। সব মিলিয়ে এক রাতে হোটেল খরচ হচ্ছে ৬৪.৪০ লাখ রুপি। পাঁচ দিনের জন্য ভাড়া নেওয়া হচ্ছে, তাই সব মিলিয়ে প্রিয়াঙ্কা-নিককে ভেন্যু খরচ দিতে হবে ৩.২ কোটি রুপি। এসবের বাইরে রয়েছে খাবার, আসবাবসহ অন্যান্য খরচ। এ ছাড়া মেহরনগড় দুর্গ ভাড়া করা হয়েছে তিন দিন। সেখানেও প্রচুর অর্থ গুনতে হবে প্রিয়াঙ্কা-নিককে।
মেহরনগড় দুর্গে ৭৩ লাখ রুপি?
মেহরনগড় দুর্গ ব্যবস্থাপনা কর্মকর্তা জানিয়েছেন, মেহরনগড় দুর্গে অনুষ্ঠান করার জন্য উমেদ ভবন প্রাসাদে কমপক্ষে ৪০টি কক্ষ ভাড়া নিতে হবে। এখানে অতিরিক্ত খরচ যোগ হবে ১০ লাখ রুপি, যার ভেতর রয়েছে আলোকসজ্জা, মঞ্চসহ অন্যান্য খরচ। ক্যাটারিং খরচে প্রতিজনকে ১৮ হাজার রুপি করে দিতে হবে।
ওই কর্মকর্তা জানিয়েছেন, মেহরনগড় দুর্গে তিন দিনে খরচ হবে প্রায় ৩০ লাখ রুপি, ক্যাটারিংসহ তিন অনুষ্ঠান মিলিয়ে আরো খরচ ৪৩ লাখ রুপি। তো, বিবাহপূর্ব অনুষ্ঠানে খরচ হচ্ছে ৭৩ লাখ রুপি। এর অর্থ দাঁড়ায় ভেন্যু খরচসহ বিবাহপূর্ব অনুষ্ঠানাদি সারতে মোট তিন কোটি ৯৩ লাখ রুপি (এক রুপি ১.১৯ টাকা হিসাবে হয় চার কোটি ৬৭ লাখ ৬৭ হাজার) খরচ হচ্ছে এ তারকা জুটির।
প্রিয়াঙ্কা ও নিক প্রথমে রাজস্থানের উদয়পুরে অবতরণ করবেন। তারপর সেখান থেকে হেলিকপ্টারে চড়ে হবু বর-বধূ যাবেন উমেদ ভবন প্রাসাদে। হেলিকপ্টারটি ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর ছয় দিনের জন্য ভাড়া নেওয়া হয়েছে।
দীপিকা ও রণবীরের মতোই প্রিয়াঙ্কা ও নিকের দুটি বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছে। একটি হবে দিল্লিতে ও অপরটি মুম্বাইয়ে। বিয়ের কয়েক দিন পর দিল্লির একটি পাঁচতারকা হোটেলে হবে প্রথম বিবাহোত্তর সংবর্ধনা। সব মিলিয়ে বিয়েতে খরচ হবে বিশাল অঙ্কের টাকা। সূত্র : ডিএনএ।