প্রীতি ম্যাচে কে আগে আউট হচ্ছেন?
ভারতীয়দের দুটি বড় আবেগ-উত্তেজনার সমন্বয় হতে চলেছে আজ। ক্রিকেটপাগল ভারত। তাদের অন্যতম বড় তারকা প্রিয়াঙ্কা চোপড়ার শুভ পরিণয়। আর এ দুটি একসঙ্গে হচ্ছে আজ। কীভাবে? আজ প্রিয়াঙ্কা-নিকের গায়ে হলুদ। এ উপলক্ষে একটি প্রীতি ক্রিকেট ম্যাচেরও আয়োজন করা হয়েছে। খেলবেন এ তারকা যুগলও।
ভারতের রাজস্থানের নীল শহর যোধপুরের উমেদ ভবন প্রাসাদে মার্কিন গায়ক-অভিনেতা নিক জোনাসের সঙ্গে সাতপাকে বাঁধা পড়ছেন বিশ্বতারকা প্রিয়াঙ্কা চোপড়া। রাজকীয় বিয়ের আয়োজনে যুক্ত আছে মেহরনগড় দুর্গও।
একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম ডিএনএ জানিয়েছে, প্রিয়াঙ্কা ও নিকের শুভ পরিণয় উপলক্ষে একটি প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছে। আজ শনিবার উমেদ ভবন প্রাসাদের অভ্যন্তরে খোলা দিগন্তে হবে এই ম্যাচ—কনেপক্ষ বনাম বরপক্ষ। দুই দলের নামকরণ করা হয়েছে ‘পি’ ও ‘এন’। অর্থাৎ প্রিয়াঙ্কা বনাম নিক। দুজন দুজনকে আউট করতে চাইবেন।
সীমিত ওভারের এই ক্রিকেট ম্যাচে দুই পক্ষই একে-অপরকে ঘায়েল করতে চাইবে। প্রিয়াঙ্কার বোলিংয়ের মুখে পড়বেন নিক আর নিকের বোলিংয়ের মুখে পড়তে হবে প্রিয়াঙ্কাকে। অতিথিবহর ও পরিবারের লোকজন থাকবে দর্শক। প্রিয়াঙ্কা নাকি নিক, কে কাকে দ্রুত আউট করবেন তা জানার অপেক্ষায় ভক্তরা।
প্রিয়াঙ্কার হলদি অনুষ্ঠানের জন্য প্রস্তুত উমেদ ভবন প্রাসাদ। এ উপলক্ষে একটি রাজকীয় পার্টির আয়োজন করা হয়েছে। উমেদ ভবনের দরবার হলে ২৫০ জন অতিথি উপস্থিত থাকবেন এই আয়োজনে।
আগামীকাল রোববার প্রাসাদের মণ্ডপে হবে বহুল প্রতীক্ষিত বিয়ে। কাল বিয়ে হবে সনাতন রীতিতে। প্রিয়াঙ্কা পরবেন লাল শাড়ি আর নিক পরবেন সোনালি শেরওয়ানি।
চোপড়া ও জোনাস পরিবারের অতিথিদের অনেকেই ইতিমধ্যে যোধপুরে পৌঁছেছেন। বলিউড সুপারস্টার সালমান খানের বোন অর্পিতা খান শর্মা ও তাঁর ছেলে আহিল যোধপুরে পৌঁছেছেন। গতকাল সকালে প্রিয়াঙ্কার ঘনিষ্ঠ বন্ধু অর্পিতা যোধপুর পৌঁছান, পরনে ছিল প্রিন্টেড জ্যাকেট। অর্পিতার কোলে ছিল আদুরে আহিল।
এনডিটিভি জানিয়েছে, যোধপুর বিমানবন্দরে অভিনেত্রী মানসী স্কটকে দেখা যায় একটি ভারী স্যুটকেসসহ। ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়কেও বিমানবন্দর থেকে বেরোতে দেখা যায়। প্রিয়াঙ্কার বিয়েতেও কি তবে সব্যসাচীই মূল ডিজাইনার? রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের বিয়েতে মূল ডিজাইনার ছিলেন তিনি।
প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের বিবাহের আয়োজনস্থলের বাইরে অবস্থানরত চিত্রসাংবাদিকরা উমেদ ভবন প্রাসাদের ছবি তুলছেন। কিন্তু ভেতরের ছবি পাওয়া যাচ্ছে না। বেশ কড়া নিরাপত্তা প্রাসাদের চারপাশে। মুঠোফোন নিতে বারণ ভেতরেও। তাই যতক্ষণ না প্রিয়াঙ্কা-নিক সামাজিক মাধ্যমে ছবি দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত সম্ভবত অপেক্ষা করতে হচ্ছে ভক্তদের!
আগামীকাল ৩৬ বছরের প্রিয়াঙ্কা ও ২৬ বছরের নিকের বিয়ে হবে হিন্দু রীতিতে। পরের দিন ৩ ডিসেম্বর হবে খ্রিস্টান রীতিতে বিয়ে।
শোনা যাচ্ছে, সালমান খান ও তাঁর পরিবার ছাড়াও কঙ্গনা রানাউত, ফারহান আখতার, সিদ্ধার্থ রায় কাপুর, রণবীর কাপুর, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফকে দেখা যেতে পারে প্রিয়াঙ্কার বিয়েতে। একটি করে রুপার কয়েন দেওয়া হবে বিয়েতে আমন্ত্রিত অতিথিদের। ইতিমধ্যেই সেই কয়েনের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। কয়েনের গায়ে ইংরেজি হরফে লেখা আছে এনপি, অর্থাৎ নিক-প্রিয়াঙ্কা।