বিয়ে নিয়ে আপত্তিকর লেখা, তোলপাড় বিনোদন জগৎ
চলতি মাসের শুরুতে মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন বলিউড-হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বিয়ের পর সুখের সেরা সময়ে আছেন বলেই জানিয়েছেন তিনি। ১ ও ২ ডিসেম্বর প্রিয়াঙ্কা-নিক খ্রিস্টান ও হিন্দু রীতিতে বিয়ে করেন। ভারতের যোধপুরের উমেদ ভবন প্রাসাদে হয় তাঁদের রাজকীয় বিয়ে।
গতকাল বুধবার নিউইয়র্ক টাইমস-এর সাময়িকী দ্য কাট-এ ‘প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের ভালোবাসা কি প্রকৃত?’ শিরোনামে একটি নিবন্ধ ছেপেছে। সেখানে প্রিয়াঙ্কা ও তাঁর স্বামী নিককে নিয়ে ‘বর্ণবাদমূলক, মিথ্যা ও ব্যক্তিগত আক্রমণ’ করে লেখা হয়েছে। এমনি সেখানে প্রিয়াঙ্কাকে বলা হয়েছে ‘বিশ্বের প্রতারক শিল্পী’। আরো বলা হয়েছে, বিয়ের জন্য প্রস্তুতই ছিলেন না নিক। ‘টাকা কামানোর জন্য’ প্রিয়াঙ্কা ও নিক নাকি ‘ভালোবাসাকে’ ব্যবহার করছেন।
অনলাইনে সেই নিবন্ধটি ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার মুখে পড়ে দ্য কাট। সামাজিক মাধ্যমে শুরু হয় ব্যাপক প্রতিবাদ। বলিউডের অনেক তারকা এই নিবন্ধের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। তাঁরা বলছেন, এই লেখাটি ‘লিঙ্গবাদী, বর্ণবাদী ও অসহ্য’।
বিনোদন সংবাদমাধ্যম বলিউড লাইফ জানিয়েছে, দ্য কাটের নিবন্ধে লেখা হয়েছে ক্যারিয়ারের জন্য প্রিয়াঙ্কা বিয়ে করেছেন। টাকা কামানোর উপায় হিসেবে ভালোবাসাকে ব্যবহার করছেন প্রিয়াঙ্কা ও নিক। তাঁরা বিয়েটাকে বিক্রি করছেন বলেও লেখা হয়েছে তাতে।
ওই নিবন্ধ দ্য কাটের অনলাইন সংস্করণে প্রকাশের পর বিশ্বব্যাপী ঝড় ওঠে। শুধু ভক্তরাই নন, নিকের পরিবারের সদস্যরা ও বলিউডের তারকাও খেপেছেন। প্রতিবাদের মুখে অনলাইন থেকে নিবন্ধটি ডিলিট করে দিয়েছে দ্য কাট।
বলিউড অভিনেত্রী সোনম কাপুর ও স্বরা ভাস্কর কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছেন। প্রতিবাদ জানিয়েছেন নিকের ভাই জো জোনাস ও তাঁর বান্ধবী ‘গেম অব থ্রোনস’ তারকা সোফি টার্নারও।
সোনাম কাপুর বলেছেন, ‘তারা যেমন, মেয়েদেরও সেভাবে দেখে পত্রিকাটি। দ্য কাটকে এর উত্তর দিতে হবে। প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে লেখাটি লিঙ্গবাদী, বর্ণবাদী ও বিরক্তিকর। দুঃখের বিষয় হলো, এটি লিখেছেন একজন নারী। তাঁর জন্য লজ্জা!’
দ্য কাটে প্রকাশিত ওই লেখাটিকে ‘বুলশিট’ আখ্যা দিয়ে সোফি টার্নার বলেছেন, ‘এটা সম্পূর্ণ মিথ্যা ও বিরক্তিকর। খুবই হতাশার ব্যাপার, দ্য কাট কীভাবে এই বুলশিট ছাপাল।’
ইন্ডিয়ান টিভির অনলাইন সংস্করণ জানিয়েছে, এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে একটি শীর্ষ দৈনিককে প্রিয়াঙ্কা বলেছেন, ‘আমি এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া বা মন্তব্যও করতে চাই না। এটা আমার স্তরের মধ্যেই পড়ে না। এ মুহূর্তে আমি খুব সুখে আছি। অহরহ ঘটে যাওয়া এসব জিনিস আমাকে বিরক্তও করতে পারে না।’
ব্যাপক প্রতিবাদের মুখে ক্ষমা চেয়েছে দ্য কাট সাময়িকী। সামাজিক মাধ্যমে সাময়িকীটি লিখেছে, ‘গত রাতে নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়ার সম্পর্ক নিয়ে যা ছাপানো হয়েছে, তা ঠিক হয়নি। পাঠকের কাছ থেকে আমরা ডজনেরও বেশি বার্তা পেয়েছি, তাঁরা ক্ষোভ প্রকাশ করেছেন। আমরা আপনাদের কথা শুনেছি এবং আমরা দুঃখিত... এটা ভুল ছিল এবং আমরা পাঠক ও প্রিয়াঙ্কা-নিকের কাছে ক্ষমা চাইছি।’
সংশ্লিষ্টরা বলছেন, ব্যক্তিগত আক্রমণ করে কোনো প্রতিবেদন বা নিবন্ধ লেখা ভব্যতার মধ্যে পড়ে না। আপত্তিকর ওই নিবন্ধটি লিখেছেন মার্কিন কলামিস্ট মারিয়া স্মিথ।