আবারও বিজ্ঞাপনের মডেল হলেন শাকিব
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/12/07/photo-1544168590.jpg)
নতুন বিজ্ঞাপনের শুটিং করছেন নায়ক শাকিব খান। বাংলালিংকের এই বিজ্ঞাপনটি নির্মাণ করছেন আদনান আল রাজীব। শাকিব খানের সঙ্গে এই বিজ্ঞাপনে দেখা যাবে নুসরাত ফারিয়াকেও।
চলচ্চিত্রের শুটিং নিয়ে ব্যস্ত শাকিব খান। এর মধ্যে বিজ্ঞাপনে কেন কাজ করছেন—জানতে চাইলে এনটিভি অনলাইনকে জনপ্রিয় এই নায়ক বলেন, ‘অনেক দিন পর বিজ্ঞাপনের ভালো থিম পেয়েছি। এই বিজ্ঞাপনের সব আয়োজনও ভালো। আদনান আল রাজীব এটি পরিচালনা করছেন। তিনি বিজ্ঞাপন ভালো বানান। আমি সব সময় ভালো কাজের সঙ্গে থাকতে চাই। সব মিলিয়ে এই কাজটা করছি।’
একটি কথা মিডিয়াপাড়ায় প্রচলিত আছে, ছোটপর্দায় বারবার দেখলে বড়পর্দায় সেই শিল্পীর ভাবমূর্তি নষ্ট হয়। তবে এ কথার সঙ্গে একমত নন শাকিব খান। বললেন, ‘সব দেশের বড়পর্দার তারকা শিল্পীরা কিন্তু বিজ্ঞাপনে কাজ করেন। এমন হলে তো তাঁদের ভাবমূর্তির ক্ষতি হতো। বিজ্ঞাপন হলো একটি প্রতিষ্ঠানের প্রচারের জন্য নির্মিত ছোট চলচ্চিত্র। সেখানে যত বড় তারকা থাকবে, মানুষ ততটাই আকর্ষণ নিয়ে সেটা দেখবেন। আমি এমনটাই ভাবি।’
অন্যদিকে নির্মাতা আদনান আল রাজীব বলেন, ‘শাকিব খান ও নুসরাত ফারিয়া দুজন বাংলালিংকের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন। এ ছাড়া এই বিজ্ঞাপনে তাঁদের মানিয়েছেও বেশ। ভালো একটি কাজ হচ্ছে। চলতি মাসেই এই বিজ্ঞাপনটি বিভিন্ন চ্যানেলে প্রচার হবে। আশা করছি, বিজ্ঞাপনটি দেখে সবাই প্রশংসা করবেন।’
এর আগে শাকিব খান এশিয়ান ডুপ্লেক্স টাউন ও পাওয়ার ড্রিংকসের বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন। নুসরাত ফারিয়ার এর আগে অনেক বিজ্ঞাপনের মডেল হওয়ার অভিজ্ঞতা রয়েছে। ঢালিউডের এ দুই অভিনয়শিল্পী বর্তমানে জুটি বেঁধে ‘শাহেন শাহ’ চলচ্চিত্রে অভিনয় করছেন। শামীম আহমেদ রনি পরিচালিত এই ছবির শুটিং এখনো চলছে।