এশিয়ান একাডেমি পুরস্কার পেলেন সালমান
এশিয়ান একাডেমি ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড জিতে নিলেন বলিউড সুপারস্টার সালমান খান। জনপ্রিয় টিভি রিয়েলিটি শো বিগ বসের সঞ্চালক তিনি। বেস্ট এন্টারটেইনমেন্ট হোস্ট/প্রেজেন্টার ক্যাটাগরিতে এ পুরস্কার জিতেছেন বলিউড সুলতান।
ভ্যারাইটি ডটকমের বরাত দিয়ে ইন্ডিয়ান টিভির অনলাইন সংস্করণ এ খবর জানিয়েছে।
এদিকে নেটফ্লিক্স ওয়েব সিরিজ ‘স্যাকরেড গেমস’-এর জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন অনুরাগ কাশ্যপ। ‘স্যাকরেড গেমস’ সম্পাদনার জন্য সেরা সম্পাদকের পুরস্কার জিতেছেন আরতি বাজাজ।
ভারত থেকে আরো পুরস্কার পেয়েছে ডিসকভারি কমিউনিকেশনস ইন্ডিয়া, সেরা কমেডি অনুষ্ঠান বিভাগে তারা এ পুরস্কার জিতেছে। তাদের ‘কুইনস অব কমেডি’ অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান। সোপ অপেরা সিরিজ ‘পুরুষ’-এর জন্য পুরস্কার জিতেছে ওয়ান লাইফ স্টুডিও। এ ছাড়া টুডি অ্যানিমেটেড প্রোগ্রাম বিভাগে পুরস্কার জিতেছে ভারতের কার্টুন নেটওয়ার্ক চ্যানেল।
সমসায়িক ঘটনার ওপর নির্ভর করে সম্প্রচারিত অনুষ্ঠান ‘দ্য লাস্ট ড্রপ : ইন্ডিয়াস ওয়াটার ক্রাইসিস’-এর জন্য এশিয়ান একাডেমি ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড পেয়েছে এনজিসি নেটওয়ার্ক। চিত্রনাট্যহীন বিনোদন অনুষ্ঠান ‘দ্য রিমিক্স’-এর জন্য পুরস্কার পেয়েছে গ্রেম্যাটার এন্টারটেইনমেন্ট।
সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছেন ইন্দোনেশিয়ার মাইকেল খো। ‘কেনাপা হারুস বুলে’ ছবিতে অভিনয়ের জন্য তিনি এশিয়ান একাডেমি ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড জিতেছেন। আর সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তাইওয়ানের ক্যান্ডি ইয়াঙ উন। ‘রোসেকি’ ছবিতে অভিনয়ের জন্য তিনি এ পুরস্কার পান।
বলিউড সুপারস্টার সালমান খান এখন আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। এতে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন ‘টাইগার জিন্দা হ্যায়’ সহ-অভিনেতা ক্যাটরিনা কাইফ। এ ছাড়া রয়েছেন নোরা ফাতেহি, সুনীল গ্রোভার, দিশা পাটানি, জ্যাকি শ্রফসহ অনেকে। ছবিতে সালমান খানকে পাঁচটি ভিন্ন লুকে দেখা যাবে। আগামী বছরের ঈদে মুক্তি পাবে ছবিটি।