বোরকা পরে নিজের প্রথম সিনেমা দেখলেন এই নায়িকা
অভিষেক কাপুর পরিচালিত ‘কেদারনাথ’ দিয়ে বলিউডে অভিষেক হয়েছে তাঁর। জুটি বেঁধেছেন সুশান্ত সিং রাজপুতের সঙ্গে। নিজের প্রথম সিনেমায় অভিনয়দক্ষতা, নাচ দিয়ে মুগ্ধ করেছেন এই তারকাসন্তান। কে এই নায়িকা, তা বলে না দিলেও বুঝে যাবেন সবাই। হ্যাঁ, তিনি সারা আলি খান। ‘কেদারনাথ’ দেখলেন। থিয়েটারে ঢুকলেন বোরকা পরে।
২০১৩ সালে উত্তরাখন্ডে হিমালয়ের কোলে অবস্থিত কেদারনাথ মন্দির ও তার আশপাশের বিশাল এলাকাজুড়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ঘটনা নিয়েই তৈরি হয়েছে ‘কেদারনাথ’ চলচ্চিত্রটি।
ছবিতে ব্রাহ্মণ পণ্ডিতকন্যা মন্দাকিনী মুক্কুর চরিত্রে অভিনয় করেছেন সারা। আর তাঁর নায়ক মুসলিম পর্যটক মনসুর খানের চরিত্রে অভিনয় করেছেন সুশান্ত। কেদারনাথ সনাতন ধর্মাবলম্বীদের তীর্থস্থান। আর তাই কট্টরপন্থীরা বেশ শোরগোল তুলেছে উত্তরাখন্ডে। এমনকি প্রেক্ষাগৃহে প্রদর্শনও বন্ধ করা হয়েছে। এসব হট্টগোলের মধ্যেই সারার প্রথম ছবির জয়রথ অব্যাহত। সারার অভিনয়ে মুগ্ধ চিত্রসমালোচকেরা।
সম্প্রতি ‘কেদারনাথ’ সিনেমার চিত্রনাট্যলেখক কনিকা ধীলন ও সহযোগী পরিচালক জিহান হান্দারের সঙ্গে মুম্বাইয়ের একটি প্রেক্ষাগৃহে নিজের প্রথম সিনেমা দেখতে গেলেন তারকাকন্যা সারা আলি খান। সচক্ষে দেখতে চেয়েছিলেন দর্শকের প্রতিক্রিয়া কী। আর তাই নিজেকে আড়াল করতে পরলেন বোরকা। সেই ছবি অন্তর্জালে শেয়ার করলে সঙ্গে সঙ্গেই ভাইরাল হলো।
বলিউড তারকা সাইফ আলি খান ও তাঁর প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের আদরের কন্যা সারা আলি খান।
ইনস্টাগ্রামে দুটি সেলফি শেয়ার দিয়েছেন কনিকা ধীলন। ক্যাপশনে লিখেছেন, ‘সিনেমায় দর্শকের সাড়া সচক্ষে দেখতে যখন তুমি থিয়েটারে! ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ।’ সেই সেলফির ফ্রেমে বন্দি হন সারার মা অভিনেত্রী অমৃতা সিংও।
সম্প্রতি সারা আলি খান বলেছেন, সেই চার বছর বয়স থেকে তাঁর স্বপ্ন রুপালি পর্দায় তাঁকে দেখা যাবে। এই তারকাকন্যার সেই স্বপ্ন পূরণ হয়েছে গত ৭ ডিসেম্বর, ওই দিনই মুক্তি পায় ‘কেদারনাথ’।
ইনস্টাগ্রামে এই ছবি শেয়ার দিয়েছেন চিত্রনাট্যকার কনিকা ধীলন
বাবা সাইফ আলি খান বলিউড তারকা। মা অমৃতা সিংও নামজাদা অভিনেত্রী। এমনিতেই বি-টাউনে সব সময় স্বজনপ্রীতি নিয়ে কানাঘুষা চলে। তারকাসন্তানদের অভিষেক হলে তা আরো চাউর হয়। এ ব্যাপারে সারা নিজেই বলেছেন, ‘ইন্ডাস্ট্রিতে নেপোটিজম শব্দটি কোনোমতে এড়ানো সম্ভব নয়।’ তবে তাঁর মত, তাঁকে ‘স্টার-কিড’ না বলে বরং ‘মায়ের কন্যা’ বলাই শ্রেয় হবে।
‘কেদারনাথ’ বাস্তব ঘটনার ওপর নির্মিত। এ ছবির প্রেম রচিত হয়েছে হিন্দু তরুণী ও মুসলিম যুবার সঙ্গে। বন্যাকবলিত কেদারনাথ এলাকার ভয়াল দুর্যোগের মধ্যে কীভাবে প্রেম এগিয়ে যায়, তার গল্প দেখবেন দর্শক।
বলিউডে অভিষেকের পর খুব দ্রুতই মুক্তি পাচ্ছে সারা আলি খানের দ্বিতীয় সিনেমা ‘সিম্বা’। এ ছবিতে সারা জুটি বেঁধেছেন সদ্য বিবাহিত রণবীর সিংয়ের সঙ্গে। আগামী ২৮ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাবে। সূত্র : ইন্ডিয়া টিভি।