আজ মহাতারকা রজনীকান্তের জন্মদিন
আজ ভারতের দক্ষিণী চলচ্চিত্রের মহাতারকা রজনীকান্তের ৬৮তম জন্মদিন। তাঁর জন্মনাম শিবাজি রাও গায়কোয়াড়। ১৯৫০ সালের ১২ ডিসেম্বর বেঙ্গালুরুর মারাঠা পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।
রজনীকান্ত তাঁর শৈশব অসচ্ছল জীবনের সঙ্গে লড়াই করে কাটিয়েছেন। বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট করপোরেশনের বাসের কন্ডাক্টর (সহকারী) হিসেবে কাজ করতেন তিনি। নাটকেও অভিনয় করতেন। ১৯৭৩ সালে মাদ্রাজ ফিল্ম ইনস্টিটিউটে ভর্তি হন অভিনয়ে ডিপ্লোমা পড়ার জন্য।
১৯৭৫ সালে তামিল সিনেমা ‘অপূর্ব রাগাঙ্গাল’ দিয়ে অভিনয়জীবন শুরু করেন। কে বলচন্দ্র পরিচালিত এই সিনেমা জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেয়। বলচন্দ্রর পরামর্শেই তিনি সিনেমাতে অভিনয় করেন।
ভারতের বিভিন্ন অঞ্চলের সিনেমায় অভিনয়ের পাশাপাশি যুক্তরাষ্ট্রের চলচ্চিত্রসহ অন্যান্য দেশের সিনেমায়ও অভিনয় করেছেন রজনীকান্ত।
২০০৭ সালে ‘শিবাজি’ সিনেমায় ৭.৮ মিলিয়ন মার্কিন ডলার পারিশ্রমিক নেন রজনীকান্ত। এর মধ্য দিয়ে জ্যাকি চ্যানের পর এশিয়ার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত তারকা হিসেবে প্রতিষ্ঠিত হন এ অভিনেতা।
সম্প্রতি মুক্তি পেয়েছে রজনীকান্ত ও বলিউড তারকা অক্ষয় কুমার অভিনীত ‘২.০’। আন্তর্জাতিক বক্স অফিসে সাফল্য অব্যাহত রেখেছে ছবিটি। এস শংকর পরিচালিত বিশাল বাজেটের এ সায়েন্স ফিকশন ছবিটি এ পর্যন্ত আন্তর্জাতিক বক্স অফিসে ৬২০ কোটি রুপি আয় করেছে। হিন্দি ভার্সনে আয় করেছে ১৫০ কোটি রুপির বেশি। অন্যান্য ভার্সন তো আছেই।
জন্মদিনে রজনীকান্তকে শুভেচ্ছা জানাচ্ছেন মালয়ালাম অভিনেতা মোহনলাল। ছবি : সংগৃহীত
‘২.০’ মুক্তির আগে রজনীকান্ত নিজেই বলেছেন, ‘আমিই একমাত্র, একমাত্র সুপারস্টার!’ ঠিকই বলেছেন তিনি। বিশ্বব্যাপী ‘২.০’ ছবির সাফল্য তাঁর কথাই প্রমাণ করে।
আজ ৬৮ বছরে পা রাখলেন এই বর্ষীয়ান অভিনেতা। ভক্তদের জন্য তাঁর জন্মদিন খুবই গুরুত্বপূর্ণ। তাঁদের কাছে তিনি ‘ঈশ্বরের’ মতোই। ভারতীয় সিনেমায় তিনি প্রধানতম ব্যবসাসফল সিনেমার অভিনেতা। তাঁর যে সিনেমাই মুক্তি পাক, বক্স অফিসে সেটি ‘হিট’ করবেই।
৬৮তম জন্মদিবস উপলক্ষে আজ মুক্তি পাবে রজনীকান্তের পরবর্তী সিনেমা ‘পেটা’র টিজার। রজনীকান্ত এর আগে বলেছিলেন, নব্বইয়ের দশকে তাঁর অভিনীত সিনেমার দিনগুলোর কথাই আরেকবার ভক্তদের স্মরণ করিয়ে দেবে ‘পেটা’। এই ছবিতে আছেন বলিউডের ব্যতিক্রমী সিনেমার জন্য বিখ্যাত অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকি।
‘পেটা’ পরিচালনা করেছেন কার্তিক শুভরাজ, মুক্তি পাবে আগামী ১০ জানুয়ারি।
মহাতারকা রজনীকান্ত ভারতের তৃতীয় বেসামরিক সম্মাননা ‘পদ্মভূষণ’ অর্জন করেছেন। বিশ্বজুড়ে অগণিত ভক্তর মন জয় করা এই বর্ষীয়ান অভিনেতাকে শুভেচ্ছাবার্তায় ভাসাচ্ছেন তাঁরা। সূত্র : ইন্ডিয়া টিভি।