একদিনে আয় ২০ কোটি

বলিউড সুপারস্টার শাহরুখ খান অভিনীত বহুল প্রতীক্ষিত ‘জিরো’ মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। গতকাল মুক্তি পায় সিনেমাটি। সিনেমায় এর প্রধান চরিত্রের কয়েকটি অংশের সংলাপ ও কিছু পারফরম্যান্স ভূয়সী প্রশংসা করেছেন সমালোচকরা। আর সেগুলো প্রেক্ষাপৃহে দর্শক টানতে সহায়তা করেছে।
এ সিনেমায় আরো অভিনয় করেছেন আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ। সংবাদমাধ্যম ডিএনএর প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার ভারতের প্রেক্ষাগৃহগুলোর সকালের শোতে দর্শকের উপস্থিতি ৪৫ থেকে ৫০ শতাংশ ‘জিরো’র দখলে থাকলেও রাতে বৃদ্ধি পায় দর্শকের সংখ্যা।
আনন্দ এল রাই পরিচালিত এ সিনেমা বিশ্বব্যাপী প্রায় ছয় হাজার প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়। এর মধ্যে এক হাজার ৫৮৫টি আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি।
ভারতের চলচ্চিত্র ব্যবসায়ের সঙ্গে সংশ্লিষ্টরা পূর্বাভাস দিয়েছিলেন, মুক্তির দিন বক্স অফিসে ২৫ থেকে ২৭ কোটি রুপি সংগ্রহ করতে পারে ‘জিরো’। তবে প্রকৃত সংখ্যা প্রকাশিত হলো আজ। মুক্তির দিন ছবিটি সংগ্রহ করল ২০ কোটি ১৪ লাখ রুপি, যা প্রত্যাশার চেয়ে কম।
মুক্তির আগের দিন বলিউড বাদশাহ এই সিনেমার নেতিবাচক প্রচারণা ঠেকাতে উদ্যোগ দেন। বৃহস্পতিবার রাতে শাহরুখ সমালোচকদের উদ্দেশে অনুরোধবার্তা পাঠান। বলেন, সিনেমা দেখা সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত তাঁরা যেন সামাজিক মাধ্যমে এ ছবি নিয়ে কোনো পোস্ট না দেন।
শাহরুখ খান বলেন, ‘টুইটারে কোনো কিছু প্রকাশ করবেন না, প্লিজ। সম্পূর্ণ ছবিটি দেখুন এবং এরপর যা ইচ্ছে করুন।’
ইমতিয়াজ আলি পরিচালিত শাহরুখের সবশেষ মুক্তি পাওয়া ‘জব হ্যারি মেট সিজাল’ সিনেমাটি মুক্তির সময় মাইক্রো-ব্লগিং সাইট টুইটারসহ সামাজিক বিভিন্ন মাধ্যমে ‘নেতিবাচক’ প্রচারণার কারণে বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। এ কথাও স্মরণ করিয়ে দেন শাহরুখ।
শাহরুখ অভিনীত গত বছর মুক্তি পাওয়া ‘রাইস’ সিনেমাটি মোটামুটি ব্যবসা করেছিল। ২০১৬ সালে শাহরুখ অভিনীত ‘ফ্যান’ ছবিটিও বক্স অফিসে গড় আয় করে।
সম্প্রতি ভারতের শীর্ষ এক দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে শাহরুখ বলেন, জিরো সিনেমাটি তাঁর ক্যারিয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ, এ সিনেমা ব্যর্থ হলে তাঁকে দীর্ঘদিন কাজের অভাবে থাকতে হতে পারে।
‘জিরো’ ছবিতে ক্যাটরিনা অভিনয় করেছেন নেশাগ্রস্ত তারকা ববিতা কুমারীর চরিত্রে। গুঞ্জন রয়েছে, ‘সঞ্জু’ তারকা রণবীর কাপুরের সঙ্গে প্রেমে বিচ্ছেদের পর ক্যাটরিনার জীবনের দুঃসহ গল্পই রচিত হয়েছে এ ছবির চরিত্রে।
আর শাহরুখের ‘রব নে বানা দি জোড়ি’ সহ-অভিনেতা আনুশকাকে দেখা যাবে সেরিব্রাল পালসি রোগে ভোগা বিজ্ঞানী আফিয়া ইউসুফজাইয়ের চরিত্রে। ত্রিভুজ প্রেমের গল্প এটি।
২০১২ সালে ‘জব তক হ্যায় জান’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন শাহরুখ-ক্যাটরিনা-আনুশকা। ছয় বছর পর ফের রুপালি পর্দায় একসঙ্গে দেখা গেল তিন তারকাকে।
এ ছবিতে বিশেষ দৃশ্যে দেখা গেছে প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীকে। এ ছাড়া বলিউড সুপারস্টার সালমান খান, জুহি চাওলা, আলিয়া ভাট ও রানি মুখার্জিকে বিশেষ দৃশ্যে দেখা যায়। এ ছবির ‘ইশকবাজি’ গানে সালমান ও শাহরুখ এক মঞ্চে নেচেছেন।