শাহরুখের একটি একান্ত অনুরোধ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/12/22/photo-1545472293.jpg)
মুক্তির দিন বলিউড সুপারস্টার শাহরুখ খান অভিনীত ‘জিরো’ মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। গতকাল মুক্তি পায় সিনেমাটি। সিনেমায় এর প্রধান চরিত্রের কয়েকটি অংশের সংলাপ ও কিছু পারফরম্যান্স ভূয়সী প্রশংসা করেছেন সমালোচকরা। আর সেগুলো প্রেক্ষাপৃহে দর্শক টানতে সহায়তা করেছে।
মুক্তির আগের দিন বলিউড বাদশাহ এই সিনেমার নেতিবাচক প্রচারণা ঠেকাতে উদ্যোগ দেন। বৃহস্পতিবার রাতে শাহরুখ সমালোচকদের উদ্দেশে অনুরোধবার্তা পাঠান। বলেন, সিনেমা প্রদর্শন সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত তাঁরা যেন সামাজিক মাধ্যমে এ ছবি নিয়ে কোনো পোস্ট না দেন।
শাহরুখের একান্ত অনুরোধ, ‘টুইটারে কোনো কিছু প্রকাশ করবেন না, প্লিজ। সম্পূর্ণ ছবিটি দেখুন এবং এরপর যা ইচ্ছে করুন।’
শাহরুখের সবশেষ মুক্তি পাওয়া ‘জব হ্যারি মেট সিজাল’ সিনেমাটি মুক্তির সময় মাইক্রো-ব্লগিং সাইট টুইটারসহ সামাজিক বিভিন্ন মাধ্যমে ‘নেতিবাচক’ প্রচারণার কারণে বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। এ কথাও স্মরণ করিয়ে দেন শাহরুখ।
শাহরুখ ও তাঁর দুই সহ-অভিনেতা ক্যাটরিনা-আনুশকা। ছবি : সংগৃহীত
একজন চলচ্চিত্র ব্যবসায় বিশেষজ্ঞ বলেছেন, সালমান খানের ‘টিউবলাইট’ সিনেমায় শাহরুখকে অতিথি হিসেবে দেখা গিয়েছিল। ‘জিরো’ সিনেমায় দেখা গেল সালমানকে। তা ছাড়া এই সিনেমার নির্মাণ বেশ ভালো। যদিও এই সিনেমা নিয়ে কিছু ‘ভুয়া সংবাদ’ পরিবেশন করা হয়েছে, তবু খুব একটা প্রভাব তাতে পড়েনি। প্রথম তিনদিনের অগ্রিম টিকেট বিক্রি হয়ে গেছে। মুক্তির দিন ভালো শুরু করেছে ‘জিরো’। সপ্তাহ শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
বক্স অফিসে শাহরুখের সবচেয়ে হিট সিনেমা হলো ‘চেন্নাই এক্সপ্রেস’। এ ছবিতে তাঁর সহ-অভিনেতা ছিলেন সদ্য বিবাহিত দীপিকা পাড়ুকোন। পরিচালক ছিলেন রোহিত শেঠি। তবে আগামী ২৮ অক্টোবর মুক্তি পাচ্ছে রোহিত শেঠির সিনেমা ‘সিম্বা’। এটি নবাগত সারা আলি খানের দ্বিতীয় সিনেমা। আর এতে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন দীপিকার স্বামী রণবীর সিং। ‘সিম্বা’র মুক্তিতে ‘জিরো’র ব্যবসায়ে প্রভাব পড়ে কি না, সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে।
আনন্দ এল রাই পরিচালিত ‘জিরো’ সিনেমায় বামন বাউয়া সিং চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। আর এ ছবিতে তাঁর ‘রব নে বানা দি জোড়ি’ সহ-অভিনেতা আনুশকা শর্মাকে দেখা যাবে সেরিব্রাল পালসি রোগে ভোগা বিজ্ঞানী আফিয়া ইউসুফজাইয়ের চরিত্রে। আছেন ক্যাটরিনা কাইফও, অভিনয় করেছেন তারকা ববিতা কুমারীর চরিত্রে; যিনি মদারু, আছে খ্যাতির দম্ভ। ত্রিভুজ প্রেমের গল্প এটি। সূত্র : ডেকান ক্রনিকল।