প্রিয়াঙ্কার পার্টিতে যে কারণে যাননি তিন তারকা
বলিউড-হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার ব্যস্ততা অনেক। এই ‘বেওয়াচ’ অভিনেত্রী তাঁর স্বামী মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে যুক্তরাষ্ট্রে চলে গেছেন। চলতি মাসের শুরুতে ভারতের যোধপুরের উমেদ ভবন প্রাসাদে সাতপাকে বাঁধা পড়েন এই তারকাযুগল। ২০ ডিসেম্বর চলচ্চিত্র অঙ্গনের বন্ধুদের জন্য একটি রাজকীয় পার্টি দেন প্রিয়াঙ্কা।
বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ের তাজ হোটেলে অনুষ্ঠিত হয় প্রিয়াঙ্কা-নিকের তৃতীয় বিবাহোত্তর সংবর্ধনা। প্রিয়াঙ্কার পার্টিতে জ্বলে উঠেছিল বলিউড-আকাশের যত তারা। মহাতারকা সালমান খান থেকে শুরু করে নবাগত সারা আলি খানও উপস্থিত ছিলেন সেই পার্টিতে।
কিন্তু সেই পার্টিতে সুপারস্টার শাহরুখ খান, আমির খান ও অক্ষয় কুমারকে না দেখে বিস্মিত হয়েছেন বি-টাউনের ভক্ত-অনুরাগীরা। সংবাদমাধ্যমগুলো মুখরোচক খবর প্রকাশ করেছে, শাহরুখ ও অক্ষয়ের সঙ্গে পিসির আন্তরিক সম্পর্ক না থাকায় পার্টিতে উপস্থিত হননি তাঁরা। ভক্তরা প্রিয়াঙ্কাকে পিসি বলে ডাকেন।
তবে ঠিক কী কারণে ওই তিন তারকা প্রিয়াঙ্কার অভ্যর্থনা অনুষ্ঠানে যেতে পারেননি, সে খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম ডিএনএ।
ডিএনএর বরাত দিয়ে বিনোদন সংবাদমাধ্যম বলিউড বাবল জানিয়েছে, ‘লগন’ তারকা আমির খান এখন চীনে অবস্থান করছেন। সেখানে তাঁর সর্বশেষ সিনেমা ‘থাগস অব হিন্দোস্তান’-এর প্রচারণায় অংশ নিতে গিয়েছেন।
অন্যদিকে গতকাল মুক্তি পেয়েছে শাহরুখ অভিনীত সর্বশেষ সিনেমা ‘জিরো’। বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ে নিজ বাসভবন মান্নাতে সহ-অভিনেতা ও কুশলীদের নিয়ে ‘জিরো’র প্রচারণায় ব্যস্ত ছিলেন শাহরুখ। সঙ্গে ছিলেন এ সিনেমার প্রযোজক, শাহরুখপত্নী গৌরী খানও। আর ‘গোল্ড’ খ্যাত অক্ষয় কুমার তাঁর সন্তান আরবের সঙ্গে শীতকালীন ছুটি কাটাচ্ছেন।
প্রিয়াঙ্কার অভ্যর্থনা পার্টিতে সবচেয়েবড় ‘সারপ্রাইজ’ ছিল সালমান খানের উপস্থিতি।
সালমান অভিনীত ‘ভারত’ সিনেমা থেকে প্রিয়াঙ্কা নিজের নাম প্রত্যাহার করার পর তাঁদের ‘স্নায়ুযুদ্ধের’ খবর ছেপেছিল বিনোদন সংবাদমাধ্যমগুলো। প্রিয়াঙ্কা ‘ভারত’ ছাড়ার পর যোগ দেন ক্যাটরিনা কাইফ। তবে পার্টিতে উপস্থিত ছিলেন সালমান-ক্যাটরিনা দুজনই।
প্রিয়াঙ্কার অভ্যর্থনা উপস্থিত ছিলেন নববিবাহিত আরেক তারকাযুগল দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। নেচেগেয়ে তাঁরা পার্টি মাতান।
শোনা যাচ্ছে, প্রিয়াঙ্কা ও নিক তাঁদের হলিউডি বন্ধুদের জন্য আরেকটি রাজকীয় পার্টি দিতে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হবে সেই পার্টি।
গত ১৮ আগস্ট মুম্বাইয়ের জুহুতে নিজ বাসভবনে নিকের সঙ্গে আংটিবদল করেন প্রিয়াঙ্কা। ১ ও ২ ডিসেম্বর রাজস্থানের উমেদ ভবন প্রাসাদে হয় তাঁদের রূপকথার বিয়ে। দুই সংস্কৃতিতে বিয়ে হয় এ যুগলের—একটি খ্রিস্টান রীতিতে ও অপরটি ভারতীয় সনাতন রীতিতে।