বড়দিন উপলক্ষে এনটিভির বিশেষ আয়োজন
আজ ২৫ ডিসেম্বর, খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এ উপলক্ষে এনটিভিতে বিশেষ অনুষ্ঠানমালা প্রচারিত হবে।
আজ দুপুর ১টা ১৫ মিনিটে বড়দিনের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আশার আলো’ প্রচারিত হবে। পরিকল্পনা ও পরিচালনা করেছেন তীমন পাপ্পু। বিকেল ৩টা ৫৫ মিনিটে প্রচারিত হবে বড়দিনের বিশেষ চলচ্চিত্র ‘দ্য লাইফ অব জিসাস’।
সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে প্রচারিত হবে ‘শুভসন্ধ্যা’র বিশেষ পর্ব। হুমায়ূন ফরিদের প্রযোজনায় অনুষ্ঠানে অতিথি হয়ে থাকবেন বাবু মার্কুজ গমেজ, প্রেসিডেন্ট, ওয়াইএমসিএ (এশিয়া প্যাসিফিক অঞ্চল)।
বড়দিনের বিশেষ নাটক ‘কোন অভিযোগ নেই’ প্রচারিত হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। সাজিন আহমেদ বাবুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন জয়ন্ত রোজারিও। এতে অভিনয় করেছেন কল্যাণ কোরাইয়া, নাজিয়া হক অর্ষা, মিলি বাশার, কাজী উজ্জল, আরফান অনিক প্রমুখ।
এর গল্পে দেখা যাবে, নীলাদ্রি ও সোহেল দুজন দুজনাকে ভালোবাসে। তারা দুজনই খুব ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়ে। দুজনের বাবা বিত্তশালী। ভার্সিটির আরেক বন্ধু সুস্ময়ও নীলাদ্রিকে পছন্দ করে। তবে সোহেলের সঙ্গে নীলাদ্রির সম্পর্ক থাকায় সুস্ময়ের ভালোলাগা ঢাকা পড়ে যায়। সোহেল একজন পরোপকারী মানুষ। সে সব সময় মানুষের বিপদে এগিয়ে যায়। কেউ কোনো বিপদে পড়লে তাকে টাকা দিয়ে হোক, শ্রম দিয়ে হোক সাহায্য করে। বন্ধুমহলে এ জন্য সোহেলের বেশ কদর। নীলাদ্রিও সোহেলের এ বিষয় ভীষণ পছন্দ করে। ভালোই চলছিল নীলাদ্রি ও সোহেলের প্রেম। হঠাৎ করে সোহেলের বাবার ব্যবসায় ধ্স নামে। সোহেল দেউলিয়া হয়ে যায়। এভাবে এগিয়ে যায় নাটকের গল্প।
অন্যদিকে, আগামীকাল বুধবার সকাল ৬টা ২৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘প্রবাসের মাটিতে বড়দিন, আনন্দ মেলা’। অনুষ্ঠানের আয়োজক সাহিত্য ও সাংস্কৃতিক ফোরাম মেরিল্যান্ড, ইউএসএ।