এবার চৈতির বিবাহবিচ্ছেদ
বছরের শেষে এসে বিবাহবিচ্ছেদের খবর দিলেন মডেল ও অভিনেত্রী ইশরাত জাহান চৈতী। স্বামী ব্যবসায়ী শাওন রায়ের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়েছে সম্প্রতি।
এ বিষয়ে চৈতী বলেন, ‘ব্যক্তিগত কিছু সমস্যার কারণে আমাদের বিচ্ছেদ হয়েছে। অনেক বিষয়ে আমাদের মতের অমিল হচ্ছিল। শেষ পর্যন্ত সেটার চেষ্টা করে সমাধান হয়নি। অবশেষে বিচ্ছেদের পথ আমরা বেছে নিই।’
শাওন রায়ের সঙ্গে প্রেম করে বিয়ে হয়েছিল চৈতীর। ২০১৫ সালের ৮ অক্টোবর পারিবারিকভাবে তাঁরা বিয়ে করেছিলেন।
২০০৮ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার নির্বাচিত হন চৈতী। এর পর থেকে মডেলিং ও নাটকে অভিনয় করতে দেখা যায় তাঁকে। সর্বশেষ ইরানী বিশ্বাস পরিচালিত ‘আশ্রয়’ শিরোনামে একটি নাটকে অভিনয় করেছেন তিনি।
ভবিষ্যতে অভিনয় নিয়েই পথ চলতে চান এই অভিনেত্রী। বললেন, ‘এখন থেকে নিয়মিত নাটকে অভিনয় করতে চাই। সবাই দোয়া করবেন।’