দুই বন্ধু সালমান-সুস্মিতার উষ্ণ আলিঙ্গন
হিন্দি চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় তারকা বিগ বস সালমান খানের ৫৩তম জন্মদিন আজ। বলিউডের তারকা ও বিশ্বজুড়ে থাকা অসংখ্য ভক্ত-অনুরাগীর শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিন দশক ধরে বলিউডে রাজত্ব করে চলা এ অভিনেতা।
গত মধ্যরাতে নিজের খামারবাড়ি প্যানভেলে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে জন্মদিনের কেক কেটেছেন সালমান খান। বলিউড তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন সালমানের ‘বিবি নাম্বার ওয়ান’, সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেন।
বেশ কয়েক বছর ধরেই এই ঐতিহ্য চলে আসছে, নিজের খামারবাড়িতে জন্মদিন পালন করছেন অসংখ্য ভক্ত-অনুরাগী আর চলচ্চিত্রপ্রেমীর হৃদয়ে স্থান করে নেওয়া খানদান পরিবারের সালমান।
জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বার্থডে বয় সালমানকে আলিঙ্গন করেন সুস্মিতা। এর পর দুজন একসঙ্গে নেচেগেয়ে জন্মদিনের অনুষ্ঠান প্রাণবন্ত করে তোলেন।
বৃহস্পতিবার সকালে সহ-অভিনেতা সালমান খানের জন্মদিন উদযাপনের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে নিজেই পোস্ট করেছেন সুস্মিতা সেন। দিয়েছেন অসাধারণ ক্যাপশন।
সুস্মিতা লিখেছেন, “যখনই জীবন আমাদের মিলিত হওয়ার সুযোগ করে দেয়, আমরা নাচি। সেই ১৯৮৯ সালে ‘ম্যায়নে পেয়ার কিয়া’র প্রেমে পড়েছিলাম। এর পর ২০০৫ সালে ‘ম্যায়নে পেয়ার কিঁয়্যু কিয়া’ সিনেমায় জুটি বাঁধি—অসাধারণ এই যাত্রা। জন্মদিনের শুভেচ্ছা এই মানুষটিকে, যে কখনো ‘বিং হিউম্যান’ উদযাপন থামিয়ে রাখেনি। শুভ হোক সালমান। জানি, চিরকাল তোমাকে ভালোবাসব।”
জন্মদিনের কেক কাটছেন সালমান খান। ছবি : সংগৃহীত
এর পর হ্যাশট্যাগ দিয়ে সালমানকে ‘চিরদিনের বন্ধু’ বলেন সুস্মিতা।
১৯৮৮ সালে বলিউডে সহ-অভিনেতার চরিত্র দিয়ে অভিষেক হয় সালমান খানের। তবে পরের বছরই ‘ম্যায়নে পেয়ার কিয়া’য় প্রধান চরিত্রে অভিনয় করেন। এ ছবিতে তাঁর সঙ্গে জুটি বাঁধেন ভাগ্যশ্রী। ওই বছর বাণিজ্যিকভাবে সফল সেরা ছবিগুলোর একটি হয় ‘ম্যায়নে পেয়ার কিয়া’। এ সিনেমায় তাঁর চরিত্রের নাম ছিল প্রেম চৌধুরী।
মাত্র দুই ঘণ্টায় ইনস্টাগ্রামে সুস্মিতার শেয়ার করা ভিডিওটি এক লাখ ৩৮ হাজারের বেশি দর্শক দেখেছেন। ভিডিওটি এখন বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সালমান-সুস্মিতার এই বন্ধুত্বকে স্বাগত জানাচ্ছেন অসংখ্য অনুরাগী। জানাচ্ছেন জন্মদিনের শুভেচ্ছা।
সুস্মিতা ও সালমান জুটি বেঁধে বেশ কয়েকটি সিনেমা করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য ‘বিবি নাম্বার ওয়ান’ (১৯৯৯), ‘তুমকো না ভুল পায়েঙ্গে’ (২০০২) ও ‘ম্যায়নে পেয়ার কিঁয়্যু কিয়া’ (২০০৫)।
ঘড়িতে রাত ১২টা বেজে ওঠার সঙ্গে সঙ্গে শুরু হয় উল্লাস। সালমানের খামারবাড়িতে জড়ো হন বলিউড তারকারা। অনিল কাপুর, ক্যাটরিনা কাইফ, কৃতী শ্যানন ও মৌনি রায় ছিলেন সেখানে। ছিলেন সালমানের দুই ভাই সোহেল খান ও আরবাজ খান, বোন অর্পিতা খান শর্মা, বাবা সেলিম খান ও সালমা খান। এ সময় উপস্থিত ছিলেন অসংখ্য গণমাধ্যমকর্মী। সূত্র : ডিএনএ।