বিদায়ী বছরে অভিষেক হয় পাঁচ নায়িকার
আজ বছরের শেষ দিন। চলতি বছরে নতুন চলচ্চিত্র তেমন আলোর মুখ দেখেনি। তার মধ্যেও চলচ্চিত্রে অভিষেক হয়েছেন পাঁচ নায়িকার। তাঁরা হলেন পূজা চেরি, অধরা খান, সুস্মি রহমান, শবনম ফারিয়া ও গোলাম ফরিদা ছন্দা। এই নায়িকারা ২০১৮ সালে মুক্তি পাওয়া মোট আটটি চলচ্চিত্রে অভিনয় করেন।
পূজা চেরি আগে শিশু শিল্পী হিসেবে নাটক, বিজ্ঞাপন ও চলচ্চিত্রে কাজ করেছেন। বিদায়ী বছরের ১৫ ফেব্রয়ারি মুক্তি পায় তাঁর যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘নূরজাহান’। এই ছবির মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন কলকাতার আরেক নবাগত নায়ক আদৃত। ছবিটি পরিচালনা করেছেন কলকাতার অভিমন্যু মুখার্জি। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবিটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া ও রাজ চক্রবর্তী প্রোডাকশন। পরে ১৬ জুন মুক্তি পায় পূজার দ্বিতীয় চলচ্চিত্র ‘পোড়ামন ২’। ছবির মূল ভূমিকায় অভিনয় করেছেন নায়িকা পূজা চেরি ও নায়ক সিয়াম আহমেদ। ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফি। ছবিটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া। একই টিমের ‘দহন’ চলচ্চিত্রটি মুক্তি পায় ৩০ নভেম্বর। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফি। অভিনয় করেছেন পূজা চেরি ও সিয়াম। দুটি চলচ্চিত্রেই প্রশংসিত হন পূজা ও সিয়াম।
নায়িকা অধরা খান। ২৮ সেপ্টেম্বর ‘নায়ক’ ছবির মাধ্যমে এই নায়িকার অভিষেক। ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত ‘নায়ক’ ছবিতে তিনি জুটি বেঁধে অভিনয় করেছেন নায়ক বাপ্পীর বিপরীতে। ছবিতে অভিনয়ের জন্য প্রশংসিত হন অধরা খান। ২৬ অক্টোবর মুক্তি পায় তাঁর দ্বিতীয় চলচ্চিত্র ‘মাতাল’। ছবিটি পরিচালনা করেন শাহিন সুমন। অধরা খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন সাইমন সাদিক। ছবিটি প্রযোজনা করেছেন শরীফ চৌধুরী। দুটি ছবিতেই প্রশংসিত হন অধরা খান। বর্তমানে শাহিন সুমন পরিচালিক ‘পাগলের মতো ভালোবাসি’ ছবিটি শেষ করেছেন। আগামী মাসে ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে। একই পরিচালকের ‘বখাটে’ শিরোনামে আরেক ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন অধরা। এ ছাড়া ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত ‘ড্রিম গার্ল’ ছবিতে নামভূমিকায় অভিনয় করছেন অধরা খান।
ছোটপর্দার অভিনয়শিল্পী শবনম ফারিয়া। ‘দেবী’ চলচ্চিত্রের মধ্য দিয়ে তিনি চলচ্চিত্রে পথচলা শুরু করেন। হুমায়ূন আহমেদের লেখা ‘দেবী’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয় ‘দেবী’। জয়া আহসান প্রযোজিত ছবিটি পরিচালনা করেন অনম বিশ্বাস। ছবিটি মুক্তি পায় গত ১৮ অক্টোবর। মুক্তির পর আজ পর্যন্ত ছবিটি চালানো হচ্ছে সিনেপ্লেক্সে।
২ নভেম্বর দেশের ৩৯টি সিনেমা হলে মুক্তি পায় চলচ্চিত্র ‘আসমানী’। এই ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় সুস্মি রহমানের। ছবিটি কবি জসীমউদ্দীনের লেখা ‘আসমানী’ কবিতার ছায়া অবলম্বনে নির্মাণ করা হয়েছে। পরিচালনা করেছেন এম এ সাখাওয়াত হোসেন। ছবিতে নায়ক বাপ্পী চৌধুরীর বিপরীতে অভিনয় করেছেন নবাগত নায়িকা সুস্মি রহমান। এর আগে তিনি বিজ্ঞাপনে কাজ করেছেন।
অভিনয়ের দীর্ঘ ক্যারিয়ারে নাটকে অভিনয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন গোলাম ফরিদা ছন্দা। ২১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘অর্পিতা’। এই ছবির মধ্য দিয়ে চলচ্চিত্র শুরু করেন তিনি। ছবিটি পরিচালনা করছেন শাহরিয়ার নাজিম জয়। ছবিতে অর্পিতা অর্থাৎ নামভূমিকাতেই অভিনয় করেছেন ছন্দা। পরিচালনার পাশাপাশি ‘অর্পিতা’র কাহিনী, সংলাপ, চিত্রনাট্য, গীত রচনাও করেছেন শাহরিয়ার নাজিম জয়। ছবির গল্প ঢাকার একটি নিম্নমধ্যবিত্ত পরিবারের মেয়ে অর্পিতা ও পূজাকে কেন্দ্র করে। ছবিতে ফুটে উঠেছে এ দুই নারীর জীবন কাহিনী।