থাইল্যান্ডে মিমের নতুন বছর শুরু
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/01/01/photo-1546325683.jpg)
অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের নতুন বছরের প্রথম প্রহর কেটেছে থাইল্যান্ডে। অভিনেতা ইরফান সাজ্জাদ ও সংবাদ পাঠিকা শারমিন সাজ্জাদও মিমের সঙ্গে ছিলেন।
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বেশ কিছু ছবি শেয়ার করে মিম লিখেছেন, ‘শুভ নববর্ষ ২০১৯।’
নববর্ষ পালনের জন্য নয়, থাইল্যান্ডে শুটিংয়ের কারণে আছেন মিম। সেখানে টলিউডের ছবি ‘থাই কারি’র শুটিং করছেন তিনি। ছবিটি পরিচালনা করছেন অঙ্কিত আদিত্য। এতে মিমের সহশিল্পী সোহম চক্রবর্তী। এর আগেও বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘ব্ল্যাক’ ছবিতে জুটি বেঁধেছেন মিম ও সোহম। ‘থাই কারি’তে মায়া ও অয়ন চরিত্র নিয়ে বড় পর্দায় হাজির হবেন তাঁরা।
ছবিটি কমেডি ঘরানার বলে জানান মিম। তিনি বলে, ‘থাই কারি চমৎকার গল্পের একটা ছবি। প্রেম, বন্ধুত্ব ও প্রবাসীদের জীবনযাপনসহ আরা অনেক কিছু এখানে তুলে ধরা হবে। সব মিলিয়ে ছবিটি দারুণ হবে। শুটিংও ভালো হচ্ছে।’
গত ডিসেম্বর থেকে থাইল্যান্ডের বিভিন্ন জায়গায় এর শুটিং হচ্ছে। ছবিতে আরো অভিনয় করছেন অভিজিৎ গুপ্ত, সারস্বত, ইন্দ্রনীল, হিরণ প্রমুখ।
এর আগে মিম অভিনীত টলিউডের ‘সুলতান’ ও ‘ইয়েতি অভিযান’ ছবি দুটো মুক্তি পায়। মুক্তির পর দুটো ছবিই আলোচিত হয়েছিল। ‘থাই কারি’ ব্যবসা করবে কিনা সেটা এখন সময়েই বলে দেবে।