নিউইয়র্কের হাসপাতালে ভর্তি হচ্ছেন কাজী হায়াৎ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে আগামীকাল বুধবার ভর্তি হচ্ছেন বরেণ্য পরিচালক কাজী হায়াৎ। গত মাসের ২২ তারিখ চিকিৎসার জন্য তিনি নিউইয়র্ক গেছেন। বড় দিনের বন্ধ থাকায় এত দিন তিনি হাসপাতালে ভর্তি হতে পারেননি। এনটিভি অনলাইনকে এমন খবর জানিয়েছেন কাজী হায়াতের প্রধান সহকারী পরিচালক ও ভাতিজা কাজী মনির।
এ বিষয়ে এনটিভি অনলাইনকে কাজী মনির বলেন, ‘গতকাল আমার সাথে কাজী মারুফের কথা হয়েছে। এখনো হাসপাতালে ভর্তি হতে পারেননি কাজী হায়াৎ। তবে আগামীকাল সকালে নিউইয়র্কে একটি হাসপাতালে ভর্তি হবেন তিনি। সেদিনই কিছু পরীক্ষা শেষে তাঁর অস্ত্রোপচার হতে পারে।
কাজী হায়াতের ঘাড়ের একটি রক্তনালি ব্লক হয়ে গেছে। তাই উন্নত চিকিৎসার জন্য তিনি নিউইয়র্কে গেছেন গত ২২ ডিসেম্বর। কাজী হায়াৎ পরিচালিত ৫০তম চলচ্চিত্র হবে ‘বীর’। আগামী ১০ জানুয়ারি থেকে ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। মনির বলেন, ‘আমরা শুটিংয়ের জন্য সব ধরনে প্রস্তুতি নিয়েছি। এখন হায়াৎ স্যার যদি সময় মতো ফিরে আসেন তাহলে আমরা শুটিং শুরু করব।’
চলতি বছরের মার্চে নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে একবার চিকিৎসা নেন কাজী হায়াৎ। সম্প্রতি আবারও অসুস্থ বোধ করছিলেন তিনি। ২০০৪ সালে হৃৎপিণ্ডে দুটি রিং বসানো হয়েছিল প্রখ্যাত এই চলচ্চিত্র নির্মাতার। ২০০৫ সালে ওপেন হার্ট সার্জারি করা হয় কাজী হায়াতের। এরপর গত বছরের জানুয়ারিতে আবারও হৃৎপিণ্ডে সমস্যা দেখা দিলে বরেণ্য এই নির্মাতা প্রধানমন্ত্রীর কাছে সাহায্যের জন্য আবেদন করেন। তারপর গত বছর প্রধানমন্ত্রীর কাছ থেকে ১০ লাখ টাকা অনুদান পান কাজী হায়াৎ।