কখনো প্রাপ্য সম্মান পাননি কাদের খান
বলিউডের কিংবদন্তি অভিনেতা সদ্যপ্রয়াত কাদের খান কখনোই তাঁর প্রাপ্য সম্মান পাননি বলে দুঃখ প্রকাশ করেছেন নির্মাতা ডেভিড ধাওয়ান।
বর্ষীয়ান অভিনেতা-চিত্রনাট্যকার কাদের খানকে ‘আবেগময় লেখার রাজা’ বলে অভিহিত করেছেন ডেভিড।
কানাডার একটি হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর গত সোমবার ৮১ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন কাদের খান। তাঁর মৃত্যুর পর সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম ভরে ওঠে শোকবার্তায়।
এর আগে বর্ষীয়ান অভিনেতা শক্তি কাপুরের মুখেও বেজেছিল ডেভিড ধাওয়ানের সুর। দুঃখ করে শক্তি বলেন, খুব নিঃসঙ্গ ছিলেন কাদের খান। অসুস্থতাকালে চলচ্চিত্র অঙ্গনের কেউ তাঁকে দেখতেও যাননি।
কাদের খান ও ডেভিড ধাওয়ান যৌথভাবে বেশ কয়েকটি হিট সিনেমার দাবিদার। নব্বইয়ের দশকে সেই ছবিগুলো বিপুল দর্শকপ্রিয়তা পেয়েছিল। এর মধ্যে উল্লেখযোগ্য ‘শোলে অব শবনম’, ‘হিরো নাম্বার ওয়ান’, ‘কুলি নাম্বার ওয়ান’, ‘আন্টি নাম্বার ওয়ান’, ‘হাসিনা মান জায়েগি’ ও ‘মুঝছে শাদি কারোগি’সহ বেশ কয়েকটি সিনেমা।
কাদের খানের মৃত্যুতে শোক প্রকাশ করে সংবাদ সংস্থা পিটিআইকে ডেভিড ধাওয়ান বলেন, ‘অসাধারণ সব কাজ করেছেন তিনি। যেমন ভালো লেখক ছিলেন, তেমন অভিনেতাও। তিনি তাঁর ইনিংস ভালোই খেলেছেন। তাঁর সঙ্গে কাজ উপভোগ করেছি। তিনি খুবই মেধাসম্পন্ন মানুষ।’
১৯৯২ সালে ‘বোল রাধা বোল’ নির্মাণের সময় কাদের খানের সঙ্গে প্রথম সাক্ষাৎ হয় ডেভিডের। সেদিনের কথা স্মরণ করে তিনি বলেন, কাদের খান ছিলেন খুবই পেশাদার।
এই নির্মাতা আরো বলেন, যদিও চলচ্চিত্র অঙ্গনের সবাই কাদের খানকে ভালোবাসে, তবে তাঁর যা প্রাপ্য তা পাননি কখনো।
‘তিনি অসাধারণ কাজ করেছেন। আমি তাঁকে স্যালুট করি। আমি মনে করি, তিনি তাঁর প্রাপ্যটা পাননি। চলচ্চিত্র অঙ্গনের সবাই সব সময় তাঁকে ভালোবাসত। খুব কাজপাগল মানুষ ছিলেন তিনি,’ যোগ করেন ডেভিড ধাওয়ান।
এর আগে কাদের খানের মৃত্যুতে শোক প্রকাশ করেন ডেভিডের ছেলে অভিনেতা বরুণ ধাওয়ান। বলেন, কাদের খান ছিলেন তাঁর প্রেরণা। তাঁর বাবা ডেভিড ধাওয়ানের সিনেমায়ও সীমাহীন অবদান রেখেছেন তিনি। ‘আমরা সবাই আপনাকে সত্যিই খুব মিস করব,’ টুইটবার্তায় লেখেন বরুণ।
১৯৩৭ সালের ২২ অক্টোবর আফগানিস্তানের কান্দাহারে জন্ম হয় কাদের খানের। ১৯৭৩ সালে যশ চোপড়া পরিচালিত ‘দাগ’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে কাদের খানের। অভিনয়ের পাশাপাশি সংলাপ লেখায়ও তিনি ছিলেন বেশ দক্ষ। ১৯৭০-৮০-এর দশকে প্রায় ২৫০টি ছবির সংলাপ লিখেছেন তিনি। সূত্র : ডিএনএ