Beta

দেশে ফিরেই শুটিংয়ে যোগ দেবেন মিশা

০৩ জানুয়ারি ২০১৯, ১৫:০১

দীর্ঘদিন বাইরে থাকার পর ৫ জানুয়ারি দেশে ফিরছেন অভিনেতা মিশা সওদাগর। এক মাস ধরেই তিনি সপরিবারে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। দেশে ফিরেই ‘একটু প্রেম দরকার’ ছবির শুটিংয়ে অংশ নেবেন তিনি। এমনটাই জানালেন ‘একটু প্রেম দরকার’ ছবির পরিচালক শাহিন সুমন। ছবিতে জুটি বেঁধে অভিনয় করছেন শাকিব খান ও শবনম বুবলী।

শুটিং নিয়ে শাহিন সুমন বলেন, ‘আগামী ১০ তারিখ থেকে ছবির শেষ পর্যায়ের শুটিং শুরু করার পরিকল্পনা করেছি। আশা করি, টানা শুটিং করে ছবির কাজটি শেষ করব। এই পর্যায়ে মিশা সওদাগরকে কেন্দ্র করে ছবির শুটিং শুরু করব। এই ছবির কাজ অনেক দূর এগিয়েছি। তবে খলনায়ক মিশা সওদাগর দেশের বাইরে থাকায় উনার শুটিং করা হয়নি। আগামী ৫ তারিখ মিশা ভাইয়ের দেশে আসার কথা রয়েছে। ১০ তারিখ থেকে আমার শুটিংয়ে তিনি অংশ নেবেন।’

এ পর্যায়ে শাকিব-বুবলীও অভিনয় করবেন জানিয়ে শাহিন সুমন বলেন, ‘১৫ তারিখের দিকে শাকিব ও বুবলী শুটিংয়ে অংশ নিতে পারেন। কারণ, মিশা সওদাগরের সঙ্গে শাকিব-বুবলীর বেশ কিছু সিকুয়েন্স রয়েছে। সেই শুটিংগুলোও আমরা শেষ করে ফেলব।’

চলতি মাসের শেষের দিকে গানের শুটিং করবেন জানিয়ে পরিচালক বলেন, ‘গল্পের কাজ শেষ হয়েও গানের শুটিং বাকি থাকবে। চলতি মাসের শেষ দিকে আমরা গানের শুটিং করব। দেশের বাইরে নাকি দেশে গানের শুটিং করা হবে, বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। তবে দেশের বাইরে গানের শুটিং করার সম্ভাবনা রয়েছে। দর্শক গানের দৃশ্যে দেশের বাইরের সুন্দর লোকেশনগুলো দেখতে চায়। যে কারণে দেশের বাইরে গানের শুটিং করার চিন্তা করছি।’ 

শাকিব খানকে নিয়ে শাহিন সুমন শেষ ২০১৫ সালে একটি ছবি বানিয়েছিলেন। ‘লাভ ম্যারেজ’ নামের ওই ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস।

শাকিব-বুবলীর ‘একটু প্রেম দরকার’ ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া।

Advertisement