প্রিয়াঙ্কা-নিকের বিয়ের না দেখা ছবি
গেল বছর বিশ্বজুড়ে অন্যতম আলোচিত বিয়ে ছিল প্রিয়াঙ্কা-নিক জুটির। বিয়ের এক মাস পূর্ণ হয়ে গেছে। এখনো সে আলোচনায় একটুও ভাটা পড়েনি।
গত ১ ও ২ ডিসেম্বর রাজস্থানের যোধপুরের উমেদ ভবন প্রাসাদে পাঁচ দিনের রাজকীয় আয়োজনে গাঁটছড়া বাঁধেন বলিউড সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক, অভিনেতা নিক জোনাস। সনাতন ও খ্রিস্টান দুই রীতিতেই বিয়ের আয়োজন করেন তাঁরা।
সনাতন রীতিতে বিয়ের দিন প্রিয়াঙ্কা পরেছিলেন সব্যসাচী কালেকশনের পোশাক আর খ্রিস্টান রীতিতে বিয়ের দিন পরেছিলেন রালফ লরেনের পোশাক।
তাঁদের বিয়ের ছবি নিয়ে বেশ গোপনীয়তা ছিল। অনুষ্ঠানস্থলে ছিল কড়া নিরাপত্তা। পরে বেশ কিছু ছবি প্রকাশ করেন এই যুগল। তবে এখনো দেখার বাকি আছে! ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে প্রিয়াঙ্কা-নিকের বিয়ের না দেখা ছবি।
প্রিয়াঙ্কার বিয়ের পোশাকের ডিজাইনার রালফ লরেন লিখেছিলেন, ‘এ শুধু পোশাক নয়, এটি নারী ও একটি মুহূর্তের গল্প। প্রিয়াঙ্কা জানেন, আসলেই কী তিনি; আর আমি শুধু চেয়েছি পোশাকে তার প্রতিফলন ঘটাতে—শুধু ভারতে তাঁর প্রেমের গল্প ও রোমান্সই নয়, তাঁর অতুলনীয় চেতনাও : শক্তিশালী, স্মার্ট আর সৌন্দর্যমণ্ডিত।’
উমেদ ভবন প্রাসাদে হয় প্রিয়াঙ্কা-নিকের রাজকীয় বিয়ে। ছবি : ইনস্টাগ্রাম
আগামী দিনগুলোতে তাঁদের বিয়ের আরো ছবি হয়তো প্রকাশ পাবে।
বিবাহিত জীবনের প্রথম ইংরেজি নববর্ষটা বরফের দেশ সুইজারল্যান্ডে কাটিয়েছেন বলিউড সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া ও তাঁর স্বামী মার্কিন গায়ক নিক জোনাস। বিদায়ী বছরের শেষ রজনী উষ্ণ করে তুলেছিলেন এই তারকাযুগল।
সুইজারল্যান্ডে ঘুরতে যাওয়ার আগে প্রিয়াঙ্কা ও নিক লন্ডনে কিছুদিন ছিলেন। ২০ ডিসেম্বর তাঁদের মুম্বাই অভ্যর্থনার পর বড়দিনের ডিনারে প্রিয়াঙ্কার মা মধু চোপড়া ও ভাই সিদ্ধার্থ জোনাস পরিবারে যোগদান করেছিলেন।
২০১৮ সালের আগস্টে রোকা অনুষ্ঠানের পর থেকেই প্রিয়াঙ্কা ইনস্টাগ্রামে নিজেদের বিভিন্ন ছবি শেয়ার করে ভক্ত ও অনুরাগীদের মুগ্ধ করেন। মুম্বাই অভ্যর্থনার আগে নিক ও প্রিয়াঙ্কা ওমানে স্বল্প সময়ের মধুচন্দ্রিমা সারেন।
আর কিছুদিন পরেই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউডের বন্ধুদের জন্য আরেকটি রাজকীয় অভ্যর্থনার আয়োজন করবেন প্রিয়াঙ্কা-নিক। সূত্র : হিন্দুস্তান টাইমস
বিয়েতে মা মধু চোপড়ার সঙ্গে প্রিয়াঙ্কা। ছবি : ইনস্টাগ্রাম