ইমরানের গানের মডেল নাদিয়া ও সুমিত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/01/14/photo-1547448469.jpg)
ছোটপর্দার ব্যস্ততম অভিনেত্রী সালহা খানম নাদিয়া মডেল হয়েছেন ইমরানের গানে। ‘সন্ধ্যাতারা’ শিরোনামে গানটির কথা লিখেছেন শরীফ আল দ্বীন, সুর করেছেন নাজির মাহমুদ, সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু এবং ভিডিও নির্মাণ করেছেন সামির উদ্দিন।
রোমান্টিক গানটিতে নাদিয়ার বিপরীতে অভিনয় করেছেন সুমিত। গতকাল রোববার বিকেলে সিএমভির ইউটিউব চ্যানেলে ভিডিও প্রকাশ পেয়েছে। এরইমধ্যে ভালো সাড়া পাচ্ছেন বলে জানান ইমরান।
গানটি শুনে ইতিবাচক মন্তব্য করেছেন অনেক। হাসান নামে একজন লিখেছেন, ‘অস্থির একটা গান’।
এ ছাড়া ইমরানের বেশিরভাগ ভক্তই গানটি সুন্দর হয়েছে বলে মন্তব্য করেন। এই গানের পর নতুন আর কী আসছে জানতে চাইলে ইমরান বলেন, “নতুন বছরে শ্রোতাদের নতুন কিছু উপহার দিব এটাই আমার ইচ্ছে। আসছে ১৭ জানুয়ারি ‘মেঘেরই খামে’ আর একটি গান আমার প্রকাশ পাবে। দ্বৈত গানটিকে আমার সঙ্গে কন্ঠ দিয়েছে আনিসা।”