কন্যা নিতারার সঙ্গে ঘুড়ি ওড়ালেন অক্ষয়
প্রতিবারের মতো মকর সংক্রান্তিতে ঘুড়ি ওড়ানোর প্রথা বজায় রাখলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। এবার তাঁকে সঙ্গ দিল তাঁর আদরের ছোটকন্যা নিতারা। এ তারকা ঐতিহ্যগত সব উৎসবই উদযাপন করেন।
মাইক্রো-ব্লগিং সাই টুইটারে নিজের অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার দিয়েছেন ‘গোল্ড’ খ্যাত অক্ষয় কুমার। সেখানে তাঁকে ঘুড়ি ওড়াতে দেখা যাচ্ছে। আর ছোট্ট নিতারার হাতে রয়েছে নাটাই। ভিডিওটি এরই মধ্যে ভাইরাল হয়েছে।
অক্ষয় তাঁর ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘বাবার ছোট্ট সহযোগীকে দেখুন। আমরা উঁচু আকাশে ঘুড়ি ওড়ানোর ঐতিহ্য বজায় রেখেছি। সবাইকে মকর সংক্রান্তির শুভেচ্ছা।’
নিতারাকে মাঝেমধ্যেই বাবার ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা যায়। মা টুইঙ্কেল খান্নাও ছয় বছরের আদুরে কন্যার ছবি পোস্ট করেন। কয়েক মাস আগে নিতারার একটি অনুশীলনের ভিডিও শেয়ার করে অক্ষয় লিখেছিলেন, ‘শিশুরা যা দেখে তা-ই অনুকরণ করে। শৈশবে শুরু করলে দ্রুত শেখাও যায়। অভিভাবক হিসেবে অসামান্য অনুভূতি আমার।’
অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্নার ছোট মেয়ে নিতারা আর তাঁদের বড় ছেলে আরব।
অক্ষয় কুমারকে এর পর যুদ্ধছবি ‘কেসারি’তে দেখা যাবে। এ ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন পরিণীতি চোপড়া। অনুরাগ সিং পরিচালিত এই ছবিটি ১৮৯৭ সালে সংঘটিত ব্রিটিশ ভারতীয় সেনা ও আফগান আদিবাসী সম্প্রদায় ওরাকজাইদের লড়াইয়ের প্রেক্ষাপটে নির্মাণ করা হচ্ছে। এ যুদ্ধ হয়েছিল বর্তমানে খাইবার পাখতুনওয়া অঞ্চলে। যুদ্ধে ১০ হাজার আফগানের বিরুদ্ধে লড়েছিলেন ২১ জন শিখ সেনা। আগামী ২১ মার্চ পর্দায় উঠবে ‘কেসারি’।
কিছুদিন আগে মুক্তি পেয়েছে অক্ষয় কুমার ও দক্ষিণী চলচ্চিত্রের মহাতারকা রজনীকান্ত অভিনীত ‘২.০’। ছবিটি বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছে। ‘কেসারি’ ছাড়াও ‘হাউসফুল-৪’ ও ‘গুড নিউজ’ সিনেমায় অভিনয় করবেন অক্ষয়। এ ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন কারিনা কাপুর খান। সূত্র : ডিএনএ