সালমানের বাড়িতে জেসিয়ার ভাঙচুর ভাইরাল
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/01/16/photo-1547628261.jpg)
অভিনেতা ও ইউটিউবার সালমান মুক্তাদিরের সঙ্গে মডেল জেসিয়া ইসলামের প্রেমের কথা সবার জানা।
সম্প্রতি সালমানের বাসার গেটে জেসিয়ার ভাঙচুর করার একটি ভিডিও ভাইরাল হয়েছে। তবে ভিডিওটি কবে রেকর্ড করা হয় সেটা জানা যায়নি। এ বিষয়ে মুখ খোলেননি সালমান ও জেসিয়া। মুঠোফোনে তাঁদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।
ভিডিওতে দেখা যায়, মাঝরাতে সালমানের বাড়ির সামনে যান জেসিয়া ইসলাম। বারবার বলার পরও নিরাপত্তারক্ষী দরজা খোলেননি। সেই সময় দরজার ওপাশে ধারণা করা হয় সালমান ও তাঁর মা উপস্থিত ছিলেন। জেসিয়া বন্ধ দরজার এপাশ থেকেই তাদের সাথে কথা বলছিলেন। কথা কাটাকাটির একপর্যায়ে ঘটনাস্থলে ইট দিয়ে বাড়ির সামনের অংশে ভাঙচুর করেন জেসিয়া। তখনো কেউ দরজা খোলেননি। এ সময় কোনো প্রতিবেশী এই ঘটনার ভিডিও ধারণ করে।
২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নির্বাচিত হোন জেসিয়া। এখন মডেলিং করে সময় পার করছেন তিনি।