এক পার্টিতে সালমান-ক্যাটরিনা
বলিউডি সিনেমায় সালমান খান আর ক্যাটরিনা কাইফ জুটি মানেই বক্স অফিসে ব্লকবাস্টার। শুধু যে বক্স অফিস সাফল্য বিবেচনায় এই যুগলের জনপ্রিয়তা, তা নয়। তাঁদের পর্দার বাইরের রসায়নও জয় করেছে অগণিত ভক্ত ও অনুরাগীর মন।
এ বছরই রুপালি পর্দা কাঁপাতে আসছে সালমান-ক্যাটরিনা জুটির নতুন ছবি। আলি আব্বাস পরিচালিত ‘ভারত’-এ দেখা যাবে তাঁদের রসায়ন। এ মাসেই মুক্তি পেতে চলেছে এ ছবির টিজার। তার আগে হয়ে গেল একটি জমকালো পার্টি। সেই পার্টিতে ছিলেন বলিউড ভাইজান আর ক্যাট।
তারকাবহুল সেই পার্টি থেকেই ঘোষণা এলো, ২৬ জানুয়ারি মুক্তি পাবে ‘ভারত’ ছবির টিজার।
পার্টিতে বরাবরের মতোই সালমান পরেছিলেন অল-ব্ল্যাক পোশাক। আর ক্যাটরিনা পরেছিলেন গাঢ় লাল রঙের পোশাক। দুজনের লাল-কালো কম্বিনেশন ছিল অসাধারণ। পার্টিতে হাজির হয়েছিলেন ক্যাটের বোন ইসাবেলাও। পার্টিতে আরো উপস্থিত ছিলেন ‘ভারত’ ছবির অভিনেতা টাবু, জ্যাকি শ্রফ, সুনীল গ্রোভারসহ অন্যরা।
ভারতের প্রজাতন্ত্র দিবসে মুক্তি পাবে ‘ভারত’ ছবির টিজার। বলা হয়েছে, টিজারের দৈর্ঘ্য হবে দেড় মিনিট।
সংবাদমাধ্যম ডিএনএকে একটি সূত্র বলেছে, সালমানের অন্যান্য চলচ্চিত্র থেকে ‘ভারত’ টিজার একদম আলাদা হবে। এবার টিম চাইছে আবেগের ওপর জোর দিতে এবং হাঙ্গামার চাইতে দেশাত্মবোধ জাগাতে। আলি আব্বাস জাফর ও সালমান খান দুজনই চাইছেন প্রথম টিজারেই দর্শক-হৃদয়ে একটা ঝাঁকুনি দিতে।
এর আগে সুপারস্টার সালমান খান এই ছবির একটি সংলাপ তাঁর ভক্তদের উদ্দেশে শেয়ার করেছিলেন। সেই সংলাপটি ছিল—‘কুছ রিশতে জামিন সে হোতে হ্যায়... অর কুছ খুন সে... মেরে পাস দোনো থি!’
‘ভারত’-এ আরো অভিনয় করেছেন দিশা পাটানি, সোনালি কুলকার্নি, নোরা ফাতেহি ও আসিফ শেখ। কোরিয়ান চলচ্চিত্র ‘অ্যান ওডে টু মাই ফাদার’-এর রিমেক এ ছবি। কয়েক দশক ধরে এ সিনেমার গল্প ছড়িয়ে রয়েছে। সে কারণেই সলমানকে এই ছবিতে পাঁচটি ভিন্ন রূপে দেখা যাবে।
ষাটের দশকের সার্কাসের ওপর ‘ভারত’-এর চিত্রনাট্য তৈরি হয়েছে। আগামী ৫ জুন মুক্তি পাবে এই ছবি। সূত্র : হিন্দুস্তান টাইমস