বিয়ে উপলক্ষে ফারিয়ার শুটিং বিরতি

শবনম ফারিয়া গত বছরের শেষে নিজের আকদের সংবাদ দেন সবাইকে। তাঁর স্বামী হারুনুর রশীদ অপু একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক। তাঁদের বিবাহত্তোর সংবর্ধনা হবে আগামী ১ ফেব্রুয়ারি। এ কথাও ফারিয়া জানিয়েছিলেন আগেই।
নতুন খবর হলো, বিয়ের অনুষ্ঠান উপলক্ষে ১৫ দিনের বেশি কাজে বিরতি নিয়েছেন ‘দেবী’ ছবির এই অভিনেত্রী। বলেন, ‘গত বৃহস্পতিবার শেষ শুটিং করেছি। এখন বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। ৬ ফেব্রুয়ারি থেকে শুটিংয়ে নিয়মিত হব।’
২০১৭ সালে ১৬ জুলাই ফারিয়ার বাবা মারা যান । বাবাকে মনে করে ফারিয়া ফেসবুকে আজ স্ট্যাটাস লিখেছেন। তিনি লিখেছেন, “যে দিনটা দেখার জন্য তুমিই সব চেয়ে বেশি অপেক্ষা করেছ, সেই দিনটি এগিয়ে আসছে, কিন্তু অদ্ভুতভাবে তুমিই নেই। প্রতিটা ঘটনা ঘটে, আর আমি কল্পনা করার চেষ্টা করি, তুমি থাকলে কী কী হতো! তুমি আমার হাতে মেহেদি দেখলে কী বলতে কিংবা বিয়ের শাড়ি কেনার সময় তোমার অবজারভেশন কী থাকত, তুমি মেহমানদের কী খাওয়াতে চাইতে, তুমিও কি সবুজ পাঞ্জাবি পরতে? কিংবা সব সময়ের মতো তুমি চাইতে মান্না দের কিছু গান বাজুক অথবা সবার অনুরোধে তুমিও কি দুলাইন কবিতা শোনাতে? বাবা, মা গল্প বলে, ছোটবেলা তুমি অফিসের কাজে বাসার বাইরে থাকলে আমি খুব বিরক্ত করতাম, খেতে চাইতাম না, তোমার আবৃত্তি শুনিয়ে খাওয়াতে হতো! আমার না ভীষণ তোমার কণ্ঠ শুনতে মন চায়। কি আজব দুনিয়ার নিয়ম। যে ঘটনায় যার সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা, তাকে ছাড়াই সব আনন্দ, সব আয়োজন! কী নিষ্ঠুর পৃথিবীর নিয়ম।’