ছেলের প্রথম ছবি শেয়ার করলেন অনিতা ভাবি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/01/21/photo-1548056837.jpg)
‘ভাবিজি ঘর পার হ্যায়’ খ্যাত ভারতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সৌমিয়া ট্যান্ডন ছেলেসন্তানের মা হয়েছেন, যিনি ভক্তদের কাছে ‘অনিতা ভাবি’ হিসেবে অধিক পরিচিত। এ খবর সবাই জানেন। মা-বাবা হওয়ার চেয়ে আনন্দের অনুভূতি এই পৃথিবীতে আর নেই এবং এ আনন্দ মূল্যহীন।
ভক্তরা অপেক্ষায় ছিলেন রাজপুত্রটির মুখ দর্শনের জন্য। অবশেষে সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে নবজাতকের প্রথম আদুরে ছবি পোস্ট করেছেন সৌমিয়া।
এই সুন্দরী অভিনেত্রী তাঁর পুত্রের ছবি শেয়ার করে তাঁর উত্তেজনা প্রকাশ করেছেন। তাঁদের সংসারে নতুন সদস্য যোগ হওয়ায় অসীম আনন্দে ভাসছেন।
ছেলেসন্তানের কী নাম রাখবেন, তা নিয়ে একটু উদ্বিগ্ন সৌমিয়া। ভক্তদের উদ্দেশে তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমার ছোট্ট বাবুটার জন্য নাম লাগবে। আমরা সিদ্ধান্ত নিতে পারছি না। আপনারা পরামর্শ দিন। আপনাদের সাহায্য লাগবে। কারও দেওয়া নাম রাখা হলে, আমার ছোট্ট রাজপুত্র তাঁকে উপহার পাঠিয়ে দেবে। ইঙ্গিত : নাম হতে হবে ইউনিক, ছোট আর অসাধারণ অর্থপূর্ণ।’
সৌমিয়ার বন্ধু ও টিভি অভিনেতা করণ গ্রোভারও মা-বাবাসহ নবজাতকের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।
মা-বাবার সঙ্গে ছোট্ট রাজপুত্র। ছবি : সংগৃহীত
এর আগে এই অভিনেত্রী বলেছিলেন, নতুন মায়ের ভূমিকায় আবির্ভূত হওয়া মানে এই নয় যে তিনি অভিনয়জগৎ ছেড়ে যাবেন। অভিনয় ছাড়ার যে খবর ছড়িয়েছিল, তা উড়িয়ে দিয়েছিলেন তিনি।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সৌমিয়া তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার দিকটি ফুটিয়ে তুলে একাধিক ছবিও শেয়ার দিয়েছিলেন। জানিয়েছিলেন, মা হওয়ার জাদুকরি সময়ে আছেন তিনি। বেশ কয়েকটি প্রেগন্যান্সি ফটোশুট ও ফিটনেস ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করে ভক্তদের নিয়মিত আপডেট জানিয়েছেন সৌমিয়া ট্যান্ডন।
২০১৬ সালের ডিসেম্বরে ব্যাংক কর্মকর্তা সৌরভ দেবেন্দ্র সিংকে বিয়ে করেন সৌমিয়া। বলিউড সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। ‘জব উই মেট’ ছবিতে কারিনা কাপুরের বোন রূপের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এ ছবিতে আরো ছিলেন শহিদ কাপুর।
মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন সৌমিয়া। ২০০৬ সালে ‘ফেমিনা কভার গার্ল’-এ প্রথম রানারআপ হন তিনি।
২০১১ সালে সম্প্রচারিত ‘ঝড় কা ঝাটকা : টোটাল ওয়াইপআউট’ শোতে বলিউড সুপারস্টার শাহরুখ খানের সহ-সঞ্চালক ছিলেন সৌমিয়া ট্যান্ডন। ‘ড্যান্স ইন্ডিয়া ড্যান্স’-এর তিন মৌসুমে সঞ্চালনা করে পান বেস্ট অ্যাংকরের পুরস্কার। ‘মল্লিকা-ই-কিচেন’ শোর তিন মৌসুমেরও সঞ্চালক ছিলেন তিনি। গেল বছর ‘এন্টারটেইনমেন্ট কি রাত’-এর দ্বিতীয় মৌসুমেরও সঞ্চালক ছিলেন সৌমিয়া। সূত্র : বলিউড বাবল