ক্যাটরিনার চার-ছক্কার ভিডিও ভাইরাল
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/01/22/photo-1548153727.jpg)
বলিউড সুপারস্টার সালমান খানের পর এবার মাঠে চার-ছক্কা হাঁকালেন তাঁর ‘ভারত’ সহ-অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। মনে হচ্ছে, ‘ভারত’ সেটে অন্যতম বিনোদন ক্রিকেট। ক্যাটরিনা সত্যিই খুব ভালো খেলেছেন। দিয়েছেন অসংখ্য ক্লাসিক শট!
গেল বছরটা সালমান খানের খুব একটা ভালো যায়নি। তাঁর অভিনীত ‘রেস-৩’ বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারেনি। শুধু তা-ই নয়, দুর্বল গল্পের জন্য চিত্রসমালোচকদের তোপের মুখে পড়ে ছবিটি।
অন্যদিকে ক্যাটরিনা কাইফের দুটো বিশাল বাজেটের ছবিও আশানুরূপ ব্যবসা করতে পারেনি। শাহরুখ খানের সঙ্গে জুটি বাঁধা ‘জিরো’ ও আমির খানের সঙ্গে ‘থাগস অব হিন্দোস্তান’ বক্স অফিসে ফ্লপ হয়েছে।
নতুন বছরে বলিউড ভাইজান ও ক্যাটরিনার কাছে ভক্তদের প্রত্যাশা অনেক। তাঁদের অনুরাগীদের আশা, আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’ দিয়ে ফের রুপালি পর্দায় তুফান ছোটাবেন এ তারকাদ্বয়।
কিছুদিন আগে শুটিং সেটের একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার দেন সালমান খান। সেখানে দেখা যায়, কাজের অবসরে ক্রিকেট খেলছেন এ তিনি। শুধু অভিনয়েই পারঙ্গম নন সালমান, ব্যাটসম্যান হিসেবেও যে সেরা, তা দেখা যায় ভিডিওতে। ভিডিওটি অন্তর্জালে ভাইরাল হয়েছিল।
এবার ‘ভারত’ সেটে ক্যাটরিনার চার-ছক্কা হাঁকানোর ভিডিও ভাইরাল হলো। ইনস্টাগ্রামে শেয়ার করা ক্যাটরিনার ভিডিওটি এরই মধ্যে ১২ লাখ ৬৭ হাজারের বেশি দর্শক দেখেছেন। তা ছাড়া ইউটিউবসহ অন্যান্য মাধ্যমেও ভিডিওটি ছড়িয়ে পড়েছে।
তবে আরেকটি বিষয় ভক্তদের মনোযোগ কেড়েছে, তা হলো ক্যাটরিনার ক্যাপশন। সেখানে ক্যাট জানিয়েছেন, শুটিং শেষে সেটে তিনি ক্রিকেট খেলেছেন। বিশ্বকাপ খুব বেশি দূরে নয়। আর ‘জিরো’র সঙ্গী আনুশকা শর্মাকে অনুরোধ করেছেন, তাঁর স্বামী ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলিকে যেন জানিয়ে দেন অলরাউন্ডার হিসেবে খুব একটা খারাপ খেলেন না ক্যাটরিনা!
এর পর রণবীর সিংয়ের আসন্ন চলচ্চিত্র ‘গাল্লি বয়’-এর ‘আপনা টাইম আয়েগা’ গান ধার করে ক্যাটরিনা জানিয়ে দিলেন তাঁর সুসময় আসছে।
‘ভারত’ কোরিয়ান চলচ্চিত্র ‘অ্যান ওডে টু মাই ফাদার’-এর রিমেক। এতে আরো অভিনয় করছেন দিশা পাটানি, টাবু, সুনীল গ্রোভার, জ্যাকি শ্রফসহ অন্যরা। ষাটের দশকের সার্কাসের ওপর নির্মিত এ ছবি মুক্তি পাবে আগামী ৫ জুন। সূত্র : বলিউড লাইফ