গায়েহলুদে বরের সঙ্গে নাচলেন ফারিয়া
সময়ের আলোচিত অভিনেত্রী শবনম ফারিয়া শুটিং থেকে কিছুদিনের জন্য বিরতি নিয়েছেন। এর কারণ তাঁর বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি। গতকাল শনিবার তাঁর গায়েহলুদের অনুষ্ঠান জমকালোভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে স্বামী হারুনুর রশীদ অপুর সঙ্গে নাচ পরিবেশন করেন তিনি। বাংলা চলচ্চিত্রের গান ‘ওরে বাংলাদেশের মেয়ে রে তুই’ ও ‘দেবো তোকে দেবো ষোলআনা’ ইত্যাদি গানের সঙ্গে গায়েহলুদের মঞ্চে নাচেন এই দম্পতি। তাঁদের নাচ উপভোগ করেন উপস্থিত সবাই। তাঁরা হলেন অভিনয়শিল্পী জয়া আহসান, নুসরাত ইমরোজ তিশা, আশনা হাবিব ভাবনা, নাদিয়া আহমেদ, এফ এস নাঈম, রুনা খান, তানভিন সুইটি, বিজরি বরকতুল্লাহ, মৌসুমী নাগ, সাদিয়া জাহান প্রভা, তৌসিফ মাহবুব, ইরফান সাজ্জাদসহ অনেকে।
অভিনেত্রী নাদিয়া আহমেদ ও রুনা খানসহ অনেকে তাঁদের নাচের ভিডিও করে ফেসবুকে শেয়ার করেছেন।
শবনম ফারিয়া গত বছরের শেষে নিজের আকদের সংবাদ দেন সবাইকে। তাঁর স্বামী হারুনুর রশীদ অপু একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক। তাঁদের বিবাহোত্তর সংবর্ধনা হবে আগামী ১ ফেব্রুয়ারি। ‘দেবী’ ছবির এই অভিনেত্রী আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুটিংয়ে নিয়মিত হবেন বলে জানান।