হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মাহি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/01/28/photo-1548670778.jpg)
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন নায়িকা মাহিয়া মাহি। গত রোববার তিনি হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। শারীরিক দুর্বলতার কারণেই তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে জানান মাহির স্বামী মাহমুদ পারভেজ অপু। তিনি আরো জানান, মাহি এখন বাসায় আছেন, ভালোই আছেন।
মাহমুদ পারভেজ অপু এনটিভি অনলাইনকে বলেন, ‘বেশ কিছু দিন ধরেই মাহি একটু অসুস্থ বোধ করছিল। এমনিতেই মাহি খাওয়ার বিষয়ে অমনোযোগী, তার উপর ডায়েট করে। সময় মতো খাওয়া-দাওয়া না করার কারণেই মাহি অসুস্থ হয়ে পড়ে।’
অপু আরো বলেন, ‘গত রোববার রাত ১০টার দিকে মাহি হঠাৎ করেই অসুস্থ বোধ করে। তারপর আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই। প্রাথমিক চিকিৎসা শেষে ডাক্তার তাকে বাসায় বিশ্রাম নিতে বলেছেন। আজ সকালে তাকে আমরা বাসায় নিয়ে এসেছি। এখন সে ভালো আছে। সবাই দোয়া করবেন, মাহি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও কাজে ফিরতে পারে।’
২০১২ সালে শাহিন সুমন পরিচালিত 'ভালোবাসার রঙ' ছবির মধ্যে দিয়ে চলচ্চিত্র শুরু করেন মাহি। প্রথম ছবিতে নায়ক বাপ্পী চৌধুরীর বিপরীতে অভিনয় করেন। বেশ কয়েকটি ব্যবসা সফল ছবিতে কাজ করেছেন তিনি। মুক্তির অপেক্ষায় আছে ‘অন্ধকার জগৎ’। বর্তমানে ‘আনন্দ অশ্রু’, ‘অবতার’ ও ‘প্রেমের বাঁধন’ ছবি নিয়ে ব্যস্ত সময় পাড় করছেন মাহি।