ট্রেইলার না স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র?

লাইভ টেকনোলজির ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে চলচ্চিত্র ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবির ট্রেইলার। ছবিটি পরিচালনা করেছেন শামীমুল ইসলাম শামীম। ছবিটি আগামী ৮ ফেব্রুয়ারি সারা দেশে মুক্তি পাবে। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন নায়িকা পরী মণি ও কায়েস আরজু। প্রায় সোয়া চার মিনিটের এই ট্রেইলারে ছবির প্রায় পুরো গল্পই তুলে ধরা হয়েছে।
এ বিষয়ে পরিচালক শামীমুল ইসলাম শামীম এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা আসলে এই ট্রেইলারটি নির্মাণ করেছি সিনেমা হলের জন্য। সিনেমা হলের মালিকরা সব সময় চার মিনিটের ট্রেইলার দাবি করেন। এর নিচে তারা চালাতে চায় না। যে কারণে আমার ইচ্ছে না থাকার পরও ট্রেইলার একটু বড় করতে হয়েছে।’
শামীম আরো বলেন, ‘এই ছবিতে নায়ক-নায়িকার যেমন দুর্দান্ত প্রেম আছে, তেমনি আছে শত্রুতা। সিরিয়াস একটি গল্পের মধ্যে আছে সুন্দর কমেডি। মিশা সওদাগরের যেমন ভিলেনের রূপ আছে, তার সঙ্গে আছে কোমলতাও। ছবিতে গান আছে ছয়টি, এর মধ্যে পাঁচটি গানের অংশ দেখিয়েছি। গানের অংশ দেখানোর আগে তার আবহ তৈরি করতে হয়েছে। সব মিলিয়ে ট্রেইলারটি একটু বড়ই করতে হয়েছে।’
গল্প নিয়ে শামীম বলেন, ‘এই ছবিতে নায়ক একজন নাপিতের ছেলের ভূমিকায় অভিনয় করেছে। এটি আমাদের সমাজের সাধারণ প্রেমের গল্প। পরীর সঙ্গে নায়কের সুন্দর রসায়ন দর্শক পছন্দ করবেন বলে আমি মনে করি। গ্রামবাংলার সাধারণ মানুষের প্রেমের গল্প আছে এই ছবিতে।’
ওয়ান স্টার ইন্টারন্যাশনাল মুভিজের ব্যানারে, মোজাম্মেল হক খানের প্রযোজনায় ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিতে পরী মণি, কায়েস আরজু ছাড়া আরো অভিনয় করছেন মিশা সওদাগর, আলীরাজ, রেবেকা, ডন প্রমুখ।