জন্মদিনে কেক খেতে পারলেন না শুভ

আজ নায়ক আরিফিন শুভর জন্মদিন। তবে এবারের জন্মদিনটি তাঁর কাটছে একটু ভিন্নভাবে। এর কারণ তিনি প্রশিক্ষণ নেওয়ায় ব্যস্ত রয়েছেন। ‘মিশন এক্সট্রিম’ ছবির জন্য এক মাস ধরেই তাঁকে নিতে হচ্ছে বিশেষ ট্রেনিং। তাই জন্মদিনের সকাল থেকেই প্রশিক্ষণে ঘাম ঝরাতে হয়েছে শুভকে।
এনটিভি অনলাইনকে আরিফিন শুভ বলেন, “সকালবেলা ঘুম থেকে উঠে বাসা থেকে বের হয়েছি। এখন ট্রেনিং করছি ‘মিশন এক্সট্রিম’ ছবির জন্য। এই ছবির চরিত্রের প্রয়োজনে আমাকে বিশেষ ট্রেনিং নিতে হচ্ছে। এক মাস ধরেই চলছে এই ট্রেনিং। চলতি মাস পুরোটাই কাটবে ট্রেনিং করে।”
জন্মদিন নিয়ে শুভ বলেন, ‘আমি নিজের জন্মদিনে বিশেষ কোনো পরিকল্পনা করি না কখনো। নিজের জন্মদিনে কোনো পরিকল্পনা করতে আমার ভালো লাগে না। যেহেতু সারাদিন ট্রেনিং করি, সেজন্য তাড়াতাড়ি ঘুমাতে হয়। সেই হিসেবে গত রাতেও তাড়াতাড়ি ঘুমাতে চলে যাই। রাত ১২টার দিকে বন্ধুরা আমাকে ঘুম থেকে ডেকে তোলে। তারা কেক নিয়ে বাসায় চলে এসেছিল। বাসার সবাই ও বন্ধুদের নিয়ে কেক কাটি। সবাইকে আমি নিজের হাতে কেক খাইয়ে দেই। তবে নিজের জন্মদিনের কেক নিজেই খেতে পারিনি। কারণ এখন ট্রেনিংয়ে আছি। মিষ্টি খাওয়া বারণ আছে।’
ভক্তদের উদ্দেশে শুভ বলেন, ‘আমি কখনই নিজেকে আলাদা কিছু মনে করি না। আমিও রক্ত মাংসের সাধারণ একজন মানুষ। নিজের পছন্দের কাজটি পেশা হিসেবে নিয়েছি। যে কাজটি মানুষ দেখে এবং সেই কাজের জন্য মানুষ আমাকে ভালোবাসে। এই ভালোবাসাটা আসলে আমার জন্য অনুপ্রেরণা। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন নিজের কাজটি সঠিকভাবে করতে পারি।’
পুলিশ অ্যাকশন থ্রিলার ছবি ‘ঢাকা অ্যাটাক’ দিয়ে দর্শক মাতিয়েছিলেন চিত্রনায়ক আরিফিন শুভ। ছবিতে তাঁকে চৌকস পুলিশ অফিসারের চরিত্রে দেখা গিয়েছিল। একই টিম এবার নির্মাণ করছে ‘মিশন এক্সট্রিম’। ক্রাইম, থ্রিল, সাসপেন্স ও অ্যাকশন নির্ভর একটি মৌলিক গল্পের ওপর ভিত্তি করে ছবিটি তৈরি হবে।
ছবির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সানী সানোয়ার। ‘মিশন এক্সট্রিম’ হতে যাচ্ছে ‘ঢাকা অ্যাটাক’ টিমের দ্বিতীয় সিনেমা। এটি পরিচালনা করবেন ফয়সাল আহমেদ। তিনি ‘ঢাকা অ্যাটাক’ সিনেমায় প্রধান সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আগামী মাসে ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।