চার মহাতারকার বিরল ছবি ভাইরাল

একসঙ্গে বলিউডের চার মহাতারকা—অমিতাভ বচ্চন, শ্রীদেবী, সালমান খান ও আমির খান। একটি স্টেডিয়ামে তোলা তাঁদের বিরল যৌথ ছবি এখন অন্তর্জালে হাত ঘুরছে। স্মৃতিকাতর অনেকেই।
গত বছরের ফেব্রুয়ারিতে আকস্মিক দুর্ঘটনায় মারা যান কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী। এখনো শোকে কাতর বি-টাউনের ভক্তকুল। মৃত্যুর এক বছর পরও তাঁর পুরোনো ছবি ও ভিডিও অন্তর্জালে শেয়ার দিয়ে কিংবদন্তিকে স্মরণ করছেন অনেকে।
সম্প্রতি মেগাস্টার অমিতাভ বচ্চন একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে তাঁর আবেগ প্রকাশ করেছেন। ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিটিতে দেখা যাচ্ছে, লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে হাস্যোজ্জ্বল চার তারকা অমিতাভ, শ্রীদেবী, সালমান ও আমির।
ক্যাপশনে অমিতাভ লিখেছেন, ‘ওয়েম্বলি স্টেডিয়ামে আমার কনসার্ট... ভারতীয়দের মধ্যে প্রথম... প্রথমবার আমি শ্রীদেবী, আমির ও সালমানকে কনসার্টে নিয়েছিলাম। ৭০ হাজার মানুষ... ঐতিহাসিক!’
ক্যাপশনে অমিতাভ আরো জানান, সংস্কারের আগে ওয়েম্বলি স্টেডিয়ামটি ঠিক সাদাকালো এই ছবিটির মতোই ছিল। আর এখন সেখানে প্রায়ই প্রিমিয়ার লিগের ফুটবল খেলা হয়।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি বাথটাবে ডুবে দুর্ভাগ্যজনক মৃত্যু হয় শ্রীদেবীর। তাঁর মৃত্যুর ঘটনা ছিল গেল বছরের সবচেয়ে আলোচনার বিষয়। হাজারো ভক্তের উপস্থিতিতে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়।
গত মাসে ইশারাকন্যা খ্যাত প্রিয়া প্রকাশ অভিনীত ‘শ্রীদেবী বাংলো’ ছবির ট্রেইলার মুক্তি পেলে তুমুল বিতর্ক হয়। ট্রেইলারে শ্রীদেবীর জীবন ও মৃত্যুর ঘটনার মিল দেখে নেটিজেনরা প্রতিবাদ জানান। ছবির নির্মাতাকে শ্রীদেবীর স্বামী বনি কাপুর আইনি নোটিশও পাঠান।
অমিতাভ বচ্চনকে সর্বশেষ ‘থাগস অব হিন্দোস্তান’ ছবিতে দেখা যায়। ছবিটি বক্স অফিসে সাড়া ফেলতে ব্যর্থ হয়। এই মহাতারকাকে এরপর ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে দেখা যাবে, যেটি পর্দায় উঠবে আগামী ডিসেম্বরে। সূত্র : ইন্ডিয়া টুডে