বিশ্ব নারী দিবসে তাহসানের অভিষেক
আগামী ৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে মুক্তি পাচ্ছে মোস্তফা কামাল রাজ পরিচালিত চলচ্চিত্র ‘যদি একদিন’। এই ছবির মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসানের। ছবিতে তাঁর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী।
মোস্তফা কামাল রাজ বলেন, ‘আমরা আগামী ৮ মার্চ ছবিটি সারা দেশে মুক্তি দিচ্ছি। এরই মধ্যে ছবি মুক্তির জন্য প্রযোজক সমিতিতে ছবির নাম নিবন্ধন করেছি। বিশ্ব নারী দিবসকে কেন্দ্র করে আমরা ছবিটি মুক্তি দিচ্ছি।’
তাহসানকে নেওয়া প্রসঙ্গে রাজ বলেন, ‘আমি ছবির গল্পের প্রয়োজনে সব চরিত্রকে যুক্ত করতে চেষ্টা করেছি। এই গল্পেরই প্রয়োজন ছিল তাহসানের মতো একজন শিল্পীর। যে কারণে তাঁকে নিয়ে ছবিটি নির্মাণ করেছি। শ্রাবন্তীর বিষয়টিও তাই। শুধু তাঁরা নয়, আমার সব চরিত্রই গল্পের প্রয়োজনে নেওয়া, যা দর্শক ছবিতে উপভোগ করবেন।’
ছবির কাহিনী সম্পর্কে রাজ বলেন, ‘এই ছবির গল্প একটি পরিবারকে কেন্দ্র করে গড়ে উঠেছে। আর একটি পরিবার গড়ে ওঠে একজন নারীকে কেন্দ্র করে। যে কারণে নারীর সঙ্গে ছবির সম্পর্ক তো আছে, যা দর্শক সিনেমা হলে দেখতে পাবেন।’
সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান। শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছেন রাইসা। তাকে নিয়েই সিনেমার কাহিনী গড়ে উঠেছে। ছবিতে আরো অভিনয় করেছেন সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, মিলি বাশারসহ প্রমুখ।
সিনেমাটিতে রাইসার সঙ্গে তাহসানের বাবা-মেয়ের এক দারুণ রসায়ন ফুটে উঠেছে। সেইসঙ্গে রয়েছে তাহসান-শ্রাবন্তীর প্রেম-বিরহ। ‘যদি একদিন’ ছবিতে একটি পরিবারের গল্প উঠে এসেছে। ছবিটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া।